Posted on

খরগোশ এর কিছু ভেটেরিনারি মেডিসিন

১) Viodin :- এন্টিসেপ্টিক।

২) Keto A vet (ছোট বাচ্চার জন্য না)  Or Melocam vet :- ব্যথানাষক/জ্বর।

৩)গ্লুকোলাইট ঃ- পানিস্বল্পতাজনিত রোগে ইলেকট্রোলাইড এর অভাব দূর করে। 

৪) neodrop ঃ- ক্রিম এর মত পটি, পেট ফাঁপা, গ্যাস 

৫) Bovi Care বা Detox vetঃ- অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপার জন্য। 

৬) Magical/Caldi Mag vet Calciumঃ- ক্যালসিয়াম ঘাটতি দেখা দিলে।

৭) Inc Vita ADE Vet ঃ- ভিটামিন এ,ডি৩ ( বাচ্চা দেওয়ার পর) 

৮) Renacin vetঃ- এন্টিহিস্টা সহযোগী চিকিৎসা হিসাবে।

৯) ফিলমেট ঃ- মেট্রোনিডাজল হ’ল খরগোশের একটি সাধারণ ব্যবহৃত  ওষুধ, এনারোবিক ব্যাকটিরিয়া এবং প্রোটোজোয়াল সংক্রমণে কার্যকর।

১০) ভার্মিক ঃ- মাইটস এর জন্য।

১১) Leq Fam 30 Or GPC8 ঃ- জীবাণুনাশক।

১২) Bactrocin Ointment ঃ- ক্ষত স্থানে শুকাতে।

১৩) জিংক সিরাপ ঃ- জিংকের ঘাটতি হলে।

Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd

Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh

Cat welfare society of Bangladesh (CWSB)

Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd

Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *