খরগোশ নিয়ে প্রশ্ন ও উত্তর
**** আমি এই প্রথম খরগোশ পালতে চাচ্ছি?
১) আমাদের র্যবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ ( লিংক ঃ-
https://www.facebook.com/groups/rwsbd
গ্রুপে একটা এডপ্ট চেয়ে পোস্ট করুন।
২) দুইদিন অপেক্ষা করুন কেউ দিলেও দিতে পারে।
৩) যদি কিনতে চান। তবে দোকান থেকে না কিনে গ্রুপ থেকে কিনুন। কারণ গ্রুপ এর গুলো বাঁচে অনেক দিন। গ্রুপের যার থেকে নিচ্ছেন উনি সব সময় আপনাকে হেল্প করবে।
**** কার কাছ থেকে কিনবো?
১) গ্রুপে অনেকে সেল পোস্ট করে তাদের থেকে কিনুন। তবে কেউ সেল পোস্টে দাম না বলে ইনবক্স এ বললে তার থেকে কিনবেন না। আর কাউকে টাকা অগ্রিম দিবেন না।
****আমার এলাকাতে র্যবিট পাওয়া যায় না কি করবো?
সবুজ ভাই এর সাথে যোগাযোগ করুন। আপনাকে হোম ডেলিভারি দিবে। আপনি বাংলাদেশ এর যেখানেই থাকেন।
ফোন নাংঃ-
01750506913
01627148121
**র্যবিট কি খাই?
ঘাস ৮০%, ১০% ফল, ১০% শাক সবজি। নিচের পিক দেখুন।
****র্যবিটকে কি খাওয়ানো যাবে না?
পেলেটস,ভাত,রুটি,মুরি,ভুষি,ছোলা, চকলেট, চিপস ইত্যাদি।
****র্যবিট কে কি ভাবে পরিষ্কার করবো?
গাঁ ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন।
****র্যবিটকে কি গোসল করানো যাবে?
আপনি আনাড়ি র্যবিট পালক হলে না। অভিজ্ঞ হলে হা। গোসল করানো খুব বিপদজনক।
**** হে কি? কিভাবে বানাবো?
মাঠে যখন প্রচুর ঘাস জণ্মায় তখন ঘাস রোদে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকেই হে বলে৷ সংরক্ষণ করা শুষ্ক ঘাসে প্রয়োজনীয় পুষ্টি ও গুনগত মান থাকে৷
—————————-
• যে সকল ঘাসের কান্ড নরম সে সকল ঘাস হে তৈরির জন্য উপযু্ক্ত৷
• সাধারণ ঘাস ছাড়াও জোয়ার, খেসারী, মাটি কলাই, মটরশুটি ঘাস হে তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে ৷
• তবে এসব ঘাস শুকানোর সময় পাতা যেন চূর্ণ বিচূর্ণ না হয় সেদিকে লক্ষ রাখতে হবে ৷
• হে তৈরির জন্য প্রথমে ঘাসগুলোকে ভোরের শিশির শুকানোর পর কেটে আনতে হবে ৷
• ঘাস কাটার পর শুকানোর জন্য কয়েক ঘন্টা ফেলে রাখতে হবে ৷
• যদি প্রখর সূর্যলোক থাকে তা হলে ৪-৫ ঘন্টা পর্যন্ত ঘাসগুলোকে শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ঘাসগুলো শুকানোর পর গাইট বাঁধতে হবে৷ বা ছায়ায় রেখে পলিথিন দিয়ে ঢকে রাখতে হবে।
**** র্যবিট এর কিছু পুষ্টিকর খাবারে নাম বলুন?
১) সাজিনা পাতা ২) ইপিল ইপিল
**** পেলেটস কি খাওয়াবো?
না মটেও না।
**** মশা মাছির জন্য কি করবো?
৩/৪ টা পুদিনাপাতা হাতের তালুতে নিয়ে রস বের করে র্যবিটের গাঁ মুছে দিন। মশা মাছি বসবে না।
**** মানুষের মেডিসিন কি খাওয়ানো যাবে?
আসলে বেশ কিছু মেডিসিন মানুষ,র্যবিট,ছাগল সহ অন্যান্য স্তন্যপায়ীদের জন্য কার্যকর। যেমন ঃ-
হোমিওপ্যাথির নাক্স, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া এলোপ্যাথির প্যারাসিটামল, ক্লোফেনাক ( কিছুটা ভিন্নতা আছে)।
কিন্তু আপনি জানেন না সেটা কোন অসুখে, কিভাবে,কি কারণে, কতটুকু পরিমানে খাওয়াতে হবে। তাই মেডিসিন নিয়ে কাউকে পরামর্শ দিবেন না। গ্রুপে এমন কয়েক জন আছে যারা ডিভিএম করেছে । তারাও মেডিসিন খাওয়ানোর পরামর্শ দিবেন না। যদি আপনি গ্রুপ এর অনুমোদন প্রাপ্ত ভেটেরিনারি ডাক্তার না হন। তার পরেও যদি কেউ মেডিসিন খাওয়ানোর পরামর্শ দেয় তবে আগে বুঝার চেষ্টা করুন কেনো ও কি কারণে খাওয়াতে বলেছে। এমন হতে পারে যে উনি আপনার থেকে ভালো জানে। মানুষ এর মেডিসিন র্যবিট এর জন্য ব্যবহার করা যাবে না সেটা না। কয়েকটা র্যবিট এর জন্য ব্যবহার করা যায়। তবে সেটা ডিভিএম পরামর্শ নিয়ে। ( গ্রুপ পোস্ট থেকে নেওয়া)
**** ঢাকায় ভেটেরিনারি ক্লিনিক কোথায়?
পূর্বাচল পেট হাসপাতালে
যেভাবে যাবেন>>
কুড়িল বিশ্বরোড থেকে brtc বাসে 25 টাকা ভাড়া।নামবেন ল্যাংটার মাজারে।
এরপর রিক্সা 20 টাকা ভাড়া পেট হাসপাতাল।
কম খরচে ভাল চিকিৎসা পাবেন।
****কত দিনে বাচ্চা দেয়? র্যবিট এর শারীরবৃত্তীয় তথ্যসমূহ জানতে চাই?
খরগোশের শারীরবৃত্তীয় তথ্যসমূহঃ-
জীবনকাল ৬-১৩ বছর
পানি গ্রহণের পরিমাণ ৫০ – ১০০ মিলি/কেজি/২৪ঘন্টা
খাদ্য গ্রহণের পরিমাণ ৯০- ৩০০গ্রাম/২৪ ঘণ্টা
তাপমাত্রা ১০৩.৩ – ১০৪০F
হৃদ স্পন্দন হার ১৩০ – ১৫০ /মিনিট
শ্বাস-প্রশ্বাসের হার ৩২ -৬০ /মিনিট
প্রজনন ক্ষমতা অর্জন ৪-৮ মাস ( জাত ভেদে ৫-৮ মাস)
গর্ভাবস্থা নির্ণয় প্রজননের ১০-১২ দিন পর পাল্পেশনের মাধ্যমে
গর্ভধারণকাল ৩০-৩২ দিন
নবজাতক (প্রতিবারে বাচ্চা প্রদানের) সংখ্যা ২-৮ টি
নবজাতকের ওজন ৪০-১০০গ্রাম
চোখে দেখা শুরু করে ৭ দিন বয়সে
মায়ের দুধ খাওয়া ছাড়ে ৪-৬ সপ্তাহ বয়সে
**** কি কি ঘাস/ পাতা/ শাক দিবো?
খরগোশকে যে সকল ঘাস/পাতা/শাক খাওয়াতে পারেন>
• সজিনা পাতা, ইপিল ইপিল পাতা,কচি ঘাস, দূর্বা, সেচি, আরাইল্যা, মাশকালাই, খেসারী আর উন্নত কচি ঘাস হিসাবে নেপিয়ার, রোজি, প্লিকাটুলাম, এন্ড্রোপোগন, সেন্ট্রোসোমা ইত্যাদি ঘাস খাওয়ানো যেতে পারে।
* র্যবিট পালতে গেলে কি কি বিষয় সব সময় মনে রাখতে হবে?
গোসল করাবেন না।
ভাত দিবেন না।
এক খাবার পর পর প্রতিদিন দিবেন না।
খাবার পানি সব সময় দিয়ে রাখুন।
৪/৫ ঘন্টা ছেড়ে রাখুন।
**** তুলসি পাতা কি জন্য দিবো?
এটা সব সময় দিতে পারে। আর ঠান্ডা লাগলে তুলসির রস দিবেন।
**** এলোভেরা বা ঘৃতকুমারী জেল কেনো ব্যবহার করবো?
র্যবিট এর চামড়া তে যদি চুলকানি হয় বা লোম উঠে যায়। তখন ক্ষত স্থানে দিন ৩ বার এলোভেরা বা ঘৃতকুমারীর জেল লাগাবেন।
এই ছাড়া এলোভেরা বা ঘৃতকুমারী মাঝে মাঝে খেতে দিতে পারেন।
**** নিম পাতা কি খাওনো যাবে?
নিম পাতা নিয়মিত খেতে দিন।
**** কখন খেতে দিবো?
খরগোশ কে ৩ বেলা খেতে দিন।
তবে রাতে খরগোশ সব থেকে বেশি একটিভ থাকে। তাই রাতে খাবার এর পরিমাণ দিন এর থেকে একটু বেশি দিবেন। যখন র্যবিট কে ঘাস দিবেন তখন ঘাস ভিজিয়ে দিন। র্যবিট পানি খেতে চাই না তাই এটা কিছুটা পানির চাহিদা পূরন করবে। দিনে র্যবিট কে খুব বেশি বিরক্ত করবেন না। দিনের সময়টা ওরা বিশ্রাম নিতে চাই। যদি আদর করতে চান সেটা রাত ৬-১০ টা।
**** গরমে কি করবো?
র্যবিট এর বড় একটা শত্রু গরম। তাই যেদিন তাপমাত্রা বেশি থাকবে সেই দিন ভেজা কাপড় দিয়ে ওদের গাঁ মুছে দিন। বিশেষ করে ওদের দুই কান ও ঘাড়।
**** ফ্যান এর নিচে রাখা যাবে?
সরাসরি ফ্যান এর নিচে না রাখাই ভালো।
**** র্যবিট সুস্থ নাকি অসুস্থ বুঝবো কি ভাবে?
র্যবিট এর কিছু আচারন ও শারীরিক অবস্থা দেখেই বলে দেওয়া যায় সে সুস্থ নাকি অসুস্থ
১) দিনের বেলায় বেশি বিশ্রাম নিবে। ( সুস্থ)
২) কান শক্ত থাকবে ( সুস্থ)
৩) দিনে ও রাতে প্রচুর ঘুমাবে ( অসুস্থ)
৪) কোনো শব্দ হলে মাথা তুলে তাকাবে ( সুস্থ)
৫) চুপচাপ অনেক ক্ষন বসে থাকবে। ডাকলে সাড়া দিবে না ( অসুস্থ)
৬) পটি দানা হবে ও একটার সাথে আরেক টা লেগে থাকবে বা শুকনো হবে ( খুব ভালো র্যবিট সুস্থ)
৭) র্যবিট এর পটি গোল দানার মত হবে না ভাঙ্গা হবে ( খারাপ র্যবিট অসুস্থ)
৮) গরুর পটির মত হবে ( আসুস্থ)
৯) নাক কিছুর সাথে মুছবে ( অসুস্থ)
১০) জিভ দিয়ে পা ও গাঁ চাটবে ( সুস্থ)
১১) এটা ওটা দাঁত দিয়ে কাঁটবে ( সুস্থ)
**** খরগোশ ব্যাথা পেলে কি করবো?
প্যারাসিটামল ভেট খাওয়ান। যদি হাড় ভাঙ্গে তবে ভেটেরিনারি ডাক্তার দেখান।
**** মানুষের নাপা খাওয়ানো যাবে?
না। উপাদানে প্যারাসিটামল ভেট ও মানুষের প্যারাসিটামল প্রায় এক হলেও। ২ টা আলাদা।
**** ভেটেরিনারি ডাক্তার পাবো কোথায়? অসুখ হলে কোথায় নিয়ে যাবো?
জেলা বা উপজেলা পশু হসপিটালে নিয়ে যান। খুব কম টাকায় ভালো চিকিৎসা পাবেন। পশু হসপিটাল প্রতিটি জেলা বা উপজেলায় আছে।
**** আর কোথায় নিয়ে যেতে পারি?
প্রাণী সম্পদ এ নিয়ে যেতে পারেন। জেলা যুব উন্নয়নে নিয়ে যেতে পারেন।
**** আমি খরগোশ এর খামার করতে চাই?
যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে পারে। প্রশিক্ষন একদম ফ্রি। মাসে সরকারি ভাতা পাবেন।
কোর্স এর মেয়াদ ৩-৬ মাস।
**** হিট স্টোক হলে কি করবো?
এই গরমে র্যবিট হিট স্ট্রোক করে মারা যায়। তাপমাত্রা ৩০ ডিগ্রি এর বেশি হলেই র্যবিট হিট স্টোক করতে পারে।
১) সব সময় ঠান্ডা স্থানে রাখুন। তবে সরাসরি ফ্যান এর নিচে রাখবেন না।
২) সব সময় পানি দিয়ে রাখুন।
৩) ঘাস ভিজিয়ে দিন।
৪) বেশি গরম পড়লে দুই কান, ঘাড় ভেজা কাপড় দিয়ে মুছে দিন।
৫) হিট স্ট্রোক বেশি করে সকালে তাই এই সময় বেশি যত্ন নিন।
*** ঘাস চাষ কিভাবে করবো?হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন।
ঘাস চাষ পদ্ধতি>>
দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালে প্রথমে ভুট্টা বা গম ভালো করে ধুয়ে ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখবেন। বিকেলে পানি ঝরিয়ে ট্রেতে সমানভাবে ছড়িয়ে তার উপরে ভেজা তোয়ালে বা চট দিয়ে ঢেকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এভাবে রাখলে এক দিনের মধ্যে বীজের অঙ্কুরদগম (গজানো) হওয়ার কথা। চারার দৈর্ঘ্য ১-১.৫ ইঞ্চি হলে চট সরিয়ে রাখতে হবে। আর বীজের অঙ্কুরদগমের পর থেকে ৩-৪ ঘণ্টা পর পর পানি স্প্রে বা ছিটিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানি ট্রেতে জমে না থাকে। ট্রে একদিকে সামান্য ঢালু করে শেষ প্রান্তে নিচের দিকে ছোট কয়েকটি ছিদ্র করলে অতিরিক্ত পানি এমনিতে ঝরে যাবে। বাঁশের ফ্রেম করে তাক বানিয়ে শেলফের মতো করে অনেকগুলো ট্রে সাজিয়ে রাখা যেতে পারে। চাইলে লোহা বা কাঠ দিয়ে আরো ভালো একটা সিস্টেম বানিয়ে নিতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে পানি স্প্রে করার ব্যবস্থাও করা যেতে পারে। ইউটিউবে খুঁজলে অসংখ্য ভিডিও পাবেন। যাই হোক, ঠিকঠাক পানি স্প্রে করলে সাত থেকে নয় দিনের মধ্যে ৬-৯ ইঞ্চি হবে। তখন খাওয়ানোর উপযুক্ত হবে।
এক কেজি পরিমান ভুট্টা বা গমে ৭-১০ কেজি পরিমাণ গ্রিন ফোডার পাওয়া যেতে পারে। আর যদি তাক বানিয়ে ট্রে সাজাতে পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটি তাকে ট্রে সাজানোর মাঝখানে হিসাব করে ব্যবধান রাখবেন।
বাচ্চা অবস্থায় খরগোশ এর ছেলে মেয়ে শনাক্ত করার নিয়ম-
প্রথমে বাচ্চা কে হাতে নিয়ে সুন্দর করে আস্তে উলটে ধরবেন।তার পর তর্জনি ও বৃদ্ধা আঙুল দিয়ে এক আঙুল মল মূত্র ত্যাগ এর রাস্তার উপরের দিকে আর এক আঙুল রাস্তার নিচের দিকে দিয়ে মেলিয়ে চাপ দিতে হবে (চিত্র-৩)।চাপ দেওয়ার পর যদি যৌনাঙ্গ o আকৃতির বের হয় যেমন পাইপ এর মতো গুলাকার মুখ,তাহলে বুঝতে হবে এইটা ছেলে খরগোশ (চিত্র-১)।আর চাপ দেওয়ার পর যদি দেখেন যে v আকৃতির সুচালো চেপ্টা যৌনাঙ্গ বের হয় তাহলে বোঝতে হবে এইটা মেয়ে (চিত্র-২)।বি দ্র: চাপ খুব জোরে দিবেন না আবার খুব আস্তে ও দিবেন না।
#খরগোশ #Rabbit #rabbit_help #Pet_rabbit #pet #bangladesh #Domestic_rabbit #rabbit_group #rabbit_care #rabbit_welfare_society_of_Bangladesh #banny #กระต่าย #خرگوش #兔子 #Kaninchen#Conejos #खरगोश #أرانب #Konijnen #Rabագարներ #Dovşanlar #Untxiak #Трусы#Zečevi #Зайци #Conills #Mga koneho #Akalulu #兔子 #Conigli #Zečevi #Králíci #Kaniner #Konijnen #Kunikloj #Küülikud #Mga kuneho #Kanit #Kanin_hoito #Soins_du_lapin #Rabbit_soarch #Coellos #კურდღელი #Kaninchen #Κουνέλια #સસલા #Lapen #Zomaye #Līpaki #ארנבים #Luav #Nyulak #Kanínur #Kelinci #Coiníní #Conigli #うさぎ#Kelinci #ಮೊಲಗಳು #Қояндар #ទន្សាយ #Inkwavu #토끼들 #Коёндор #ກະຕ່າຍ #Lepores #Truši #Triušiai #Kanéngercher #Зајаци #Bitro #Arnab #മുയലുകൾ #Fniek #Rapeti #ससे #Туулай #ယုန် #Kaniner #ରାବଣ #Króliki #خرگوش #Coelhos #ਖਰਗੋਸ਼ #Iepuri #Кролики #Lapiti #Coineanaich #Зечеви #Mebutlanyana #Tsuro #හාවන් #Králiky #Zajci #Bakaylaha #Conejos #Kelenci #Sungura #Kaniner #Харгӯшҳо #முயல்கள் #Куян #కుందేళ్లు #กระต่าย #tavşanlar #Towşan #Кролики #توشقان #Quyonlar #Thỏ #Cwningod #Imivundla #ראַבאַץ #Ehoro #Onogwaja
Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd
Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh
Cat welfare society of Bangladesh (CWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd
Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499