প্রাণীদের জন্য জুমাতুল বিদা ফান্ড
জুমাতুল বিদা ফান্ড হলো প্রানীদের জন্য একটা তহবিল যা প্রতিবছর একবার সংগ্রহ করা হয়। জুমাতুল বিদা ফান্ড পরিচালিত হয়
Cat Welfare Society Of Bangladesh ও Rabbit Welfare Society Of Bangladesh এডমিন দ্বারা ।
জুমাতুল বিদা ফান্ড এর টাকার আয় ও ব্যয় এর হিসেব নিয়মিত আপডেট করা হয়ে থাকে।
যা আপনি আমাদের finvaly.com এই ওয়েবসাইট ও আমাদের ফেসবুক গ্রুপ গুলোতে আপডেট পাবেন।
>>কারা ফান্ডের টাকা পাবে ?
১) শেল্টার বা অলাভজনক ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে এমন ব্যক্তি । যাদের নিম্নে ৫০ টি বিড়াল বা কুকুর আছে বা প্রতিদিন ২০-৩০ টা কুকুর বিড়ালের চিকিৎসা প্রদান করে ।
২) শেল্টার বা অলাভজনক ভেটেরিনারি ক্লিনিকের একটা স্থায়ী ঠিকানা থাকতে হবে ।
৩) একটা ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং এর নাম্বার থাকতে হবে ।
>> ফান্ড আবেদন এর নিয়ম
জুমাতুল বিদা ফান্ড পেতে হলে অবশ্যই এডমিন বরাবর প্রতিষ্ঠানের বিবরন দিয়ে আবেদন করতে হবে
Jahidulraju87@gmail.com এই ইমেল ঠিকানায়। আবেদেন করার পরে ফান্ড থাকা সাপেক্ষে ফান্ড অনুমোদন দেওয়া হবে।
>>আয় ও ব্যয় এর হিসেব
আয় >>
ব্যয় ঃ নাই
Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd
Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh
Cat welfare society of Bangladesh (CWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd
Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499