Posted on

খরগোশ এর খাদ্য তালিকা

তৃণভোজী খরগোশ এর প্রধান খাবার ঘাস যা প্রতিদিন এর মোট খাবারের ৭০%-৮০% খাওয়াতে হবে ।

কাঁচা ঘাস বা শুকনো , শাক সবজি যেমন পুদিনা পাতা , শসা, ধনিয়া পাতা ,সজিনা পাতা ,মিষ্টি কুমড়া , সবুজ মটরসুটি , খাওয়ানো যেতে পারে । সাপ্তাহে দুইদিন সামান্য ফল যেমন আপেল , কলা, নাশপাতি, পেঁপে, মৌসুমি ফল খাওয়ানো যেতে পারে ।

মনে রাখুনঃ

ক) যে কোনো ফল বীজ ছাড়া

খ) কাঁচা ঘাস বা শুকনো ঘাস প্রতিদিন দিতেই হবে

গ) অতিরিক্ত মিষ্টি না বা অতিরিক্ত টক না এমন ফল দিতে পারেন

ঘ ) যে কোনো মিষ্টি,তেল যুক্ত খাবার, ভাত, পটি নরম বা গন্ধ হচ্ছে এমন খাবার দিবেন না।

০-৬ মাস বয়স পর্যন্ত খরগোশ এর খাবার নিচের ছবিতে

 

৬ মাস বয়স এডাল্ট খরগোশ এর খাবার নিচের ছবিতে

 

এডাল্ট খরগোশ এর খাবার

 

৬ মাস বয়স এডাল্ট খরগোশ এর খাবার নিচের ছবিতে

আমাদের ফেসবুক গ্রুপ বাংলাদেশ ঃ https://www.facebook.com/groups/rwsbd

আমাদের ফেসবুক গ্রুপ ইন্ডিয়া ঃ https://www.facebook.com/groups/rabbitsocietyofindia 

যে কোন প্রয়োজনে গ্রুপে পোস্ট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *