মা ছাড়া বাচ্চাকে কি খাওয়াবেন?
খরগোশ এর মা মারা গেলে আমারা সাধারণত KMR (Kitten Milk Replacer) বাচ্চাকে খাওয়াই। কিন্তু KMR (Kitten Milk Replacer) হলো বিড়ালের বাচ্চাদের মায়ের দুধের Replacer. যা খরগোশের বাচ্চাদের জন্য আদর্শ না।
র্যাবিটের বাচ্চাদের জন্য আপনাকে RMR( Rabbit Milk Replacer) খাওয়াতে হবে। এই ছাড়া আরেকটা রেসিপি আছে যাকে MMR ( Mammal Milk Replacer) বলে। RMR বাংলাদেশের বাজারে পাওয়া যায় না।
তাই আপনি যা করতে পারেন
1)ছাগলের দুধ – 1/2 কাপKMR (Kitten Milk Replacer) 1/2 কাপ
2) lyophilized (freeze dried) colostrum – 10 টি ক্যাপসুল, বা 1-1.5 টেবিল চামচ
3) heavy whipping cream (no sugar) – 3 সিসি প্রায় 1/2 চা চামচের সমান।
সকল উপাদান মিশিয়ে ১০৫ ডিগ্রি তে গরম করতে হবে ও র্যাবিট কে খুবই হালকা গরম করে খাওয়াতে হবে। এই মিশ্রণ বানিয়ে খাওয়াতে পারেন এটাই আদর্শ।
যদি আপনি উপরের রেসিপি বানাতে না পারেন তবে কিটেন মিল্ক রিপ্লেসার (KMR) বা ছাগলের দুধ খাওয়ানো উচিত, যা আপনি পোষা প্রাণীর দোকানে বা ভেটেরিনারি হসপিটালে পাবেন । খরগোশের দুধ সব স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরিযুক্ত, তাই KMR-এর প্রতিটি ক্যানের জন্য এক টেবিল চামচ 100% ভারী হুইপিং ক্রিম (চিনি ছাড়া) যোগ করতে হবে । এর পর একটি জীবাণুমুক্ত ওরাল সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে। বাচ্চা খরগোশকে দিনে দুবারের বেশি খাওয়ানো ভাল, বিশেষ করে প্রথমে দিকে।আপনি কোন প্রজাতির খরগোশকে খাওয়াচ্ছেন এবং বাচ্চাটা কত বড় তার উপর কতটা খাওয়াবেন তা নিধারিত হয়।
নবজাতক – 1 সপ্তাহ4-5 সিসি ফর্মুলা
1-2 সপ্তাহ 10-15 সিসি ফর্মুলা
2-3 সপ্তাহ15-30 সিসি ফর্মুলা
3-6 সপ্তাহ, দুধ ছাড়ানো পর্যন্ত 30 সিসি ফর্মুলা।
লেখক ঃ-
- জাহিদুল রাজু
এডমিন
প্রতিষ্ঠাতা, র্যাবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ
প্রথম রেসিপি ঃ-
2. Dana Krempels,
Ph.D.University of Miami Biology Department
দ্বিতীয় রেসিপি ঃ
Zooh Corner Rabbit Rescue,Pasadena, California
Rabbit welfare society of Bangladesh (RWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd
Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh
Cat welfare society of Bangladesh (CWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd
Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499