Posted on

যারা খরগোশ পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ

১) খরগোশ ক্রয় করবেন না। এডপ্ট করুন।

২) যদি এডপ্ট না পান তবে যাদের RB নাম্বার আছে। মানে যাদের Rabbit Breeders Association of Bangladesh এর নিবন্ধন আছে তাদের থেকে কিনুন। দোকান থেকে কিনবেন না। কারণ সে সকল বাচ্চা মায়ের দুধ সঠিক বয়স পর্যন্ত খেতে পাই না। তাই তাদের সার্ভাইব করার সম্ভাবনা কম থাকে। অবশ্যই ৩ মাসের উপরের বাচ্চা নিবেন।

৩) ১ টা র‍্যাবিট পালুন ছেলে বা মেয়ে।

৪) সেলারের কাছে থেকে বয়স,জেন্ডার,ব্রিডের নাম জেনে নিন।

৫) সঠিক ডায়েট ফলো করুন বাচ্চাদের ও প্রাপ্তবয়স্ক র‍্যাবিট এর খাদ্য আলাদা হয়। সাধারণ ভাবে ৬ মাসের নিচে বাচ্চা ও ৬ মাসের উপরের র‍্যাবিটকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। গ্রুপের এনাউন্সমেন্ট পোস্টে উভয় এর খাদ্য তালিকা দেওয়া আছে।

৬) ঘাস এর ব্যবস্থা না থাকলে র‍্যাবিট নেওয়ার আগে ঘাস সেলারদের সাথে যোগাযোগ করুন।

৭) বাচ্চা ঘাস না খেলে সেই র‍্যাবিট নিবেন না। সেলারের থেকে তাদের ডায়েট জেনে নিন। সেলার ভুল ডায়েট দিলে র‍্যাবিট নিবেন না।

৮) ৬ মাসের উপরের র‍্যাবিট নিলে ডিওয়ারমিং করা কিনা জেনে নিন। যদি ডিওয়ারমিং করা না হয় তবে করে নিন। ডিওয়ারমিং করা হলে ডিওয়ারমিং করানোর তারিখ জেনে নিন।

৯) কান চেক করুন, নাক চেক করুন দেখুন কোন ক্ষত বা খুশকি আছে নাকি। খুশকি থাকলে নিবেন না।

১০) লেজের গোড়া দেখুন কোন পোকা বা পটি লেগে আছে নাকি।

১১) নাকে টিসু দিয়ে মুছেন। টিসুতে পিচ্ছিল পানি আছে নাকি দেখুন। পিচ্ছিল পানি থাকলে নিবেন না।

১২) পটি পায়ে লেগে আছে নাকি দেখুন। পটি লেগে থাকলে নিবেন না।

১৩) কান শক্ত ও উপরের দিকে সোজা আছে নাকি দেখুন। (লোপ র‍্যাবিট ছাড়া)

১৪) দুই চোখের অবস্থা ভালো করে দেখুন। ফেকাসে বা চোখে ময়লা থাকলে নিবেন না।

১৫) পায়ের আংগুলের ভাজে ক্ষত আছে নাকি দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *