Posted on

খরগোশের ক্রিটিক্যাল কেয়ার 

🐰☘️ খরগোশ যখন অনেক অসুস্থ থাকে তখন সে খাবার খাওয়াটা একেবারেই বন্ধ করে দেয়। 

এ অবস্থায় খরগোশকে যদি খাবার খাইয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু খরগোশ দূর্বল হয়ে মারা যেতে পারে। 

আপনি খরগোশকে সুস্থ হবার জন্য ঔষধ দিছেন কিন্তু তাকে খাবার দিছেন না তাহলে তো খরগোশ দূর্বল হয়ে যাবে এভাবে চলতে থাকলে। 

খরগোশ যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন তাকে কিছু ঘরোয়া উপায়ে খাইয়ে দেওয়াটাকেই ক্রিটিক্যাল কেয়ার বলে।  

যেহেতু রেডীমেট খাবার বাহিরে কিনতে পাওয়া যায় না তাই আপনাকেই বাসায় খাবারটা বানিয়ে নিতে হবে। 

🐰☘️ক্রিটিক্যাল কেয়ারে কী খাবার দিব?

🐰 কাঁচা ঘাস + মিষ্টি কুমড়া সিদ্ধ করে দুইটা একসাথে ব্লেন্ড করে পেষ্টের মতন করে পরে একটা ৫০ এম এল সাইজের সিরিন্জে ভরে খরগোশকে খাইয়ে দিবেন। 

অথবা 

🐰 ভারসেলেগা কুনি পেলেটস গুড়ো করে তার সাথে সিদ্ধ মিষ্টি কুমড়া এবং পানি মিশিয়ে ব্লেন্ড করে ৫০ এম এল সিরিন্জে নিয়ে খরগোশকে খাইয়ে দিতে পারেন। 

সাবধানে ধীরে ধীরে খাওয়াতে হবে, খেয়াল রাখবেন খাবার যেন ওর খাদ্যনালিতেই যায় খাবার ফুসফুসে চলে গেলে কিন্তু সমস্যা। 

ক্রিটিক্যাল কেয়ার আপনাকে ধৈর্য্য নিয়ে খাওয়াতে হবে যত দিন পর্যন্ত না আপনার বানি নিজ থেকে খাবার না খায়। 

আপনার বানির যত্ন নিন। পরিস্কার পরিছন্ন জায়গাতে রাখুন। 

কুকুর বিড়াল থেকে সাবধানে রাখবেন। 

ঘাস, ভারসেলেগা পেলেটস, মিষ্টি কুমড়া এবং ৫০ এম এল সিরিন্জের ছবি দেওয়া আছে।

নূসরাত খান স্বর্না 

এডমিন 

রেবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *