Posted on

খরগোশের দাঁতের সমস্যা ও করনীয়

খরগোশের দাঁতের সমস্যা ও করনীয় 

আমরা জানি খরগোশের মোট ২৮ টি দাঁত থাকে। এই দাঁতের সঠিক ভাবে পরিচর্যা না নিলে ঘটতে পারে অঘটন। 

খরগোশ এমন একটি প্রানী যার দাঁত ধীরে ধীরে বড় হতে থাকে। 

খরগোশ যদি নিয়মিত কাঁচা ঘাস বা হ্যে খায় তাহলে প্রাকৃতিক ভাবে তার দাঁতগুলো শেপে থাকবে। 

দাঁত বড় হয়ে যাবে না। 

কিন্তু সমস্যা হবে তখন যখন সে ঘাস বা হ্যে খাবে না। 

দাঁত বড় হয়ে যাবার সাথে সাথে তার খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। চুপচাপ বসে থাকবে এবং তার মুখ থেকে লালা পড়বে। দেখা দিবে শারিরীক সমস্যা। 

দাঁত বেড়ে যাওয়ার কারনে তার ব্যাথা অনুভব হবে। সেই ব্যাথার কারনে সে খেতে চাইবে না বা চাইলেও পারবে না। যার কারনে মৃত্যুও হতে পারে। 

খরগোশের দাঁত বড় হয়ে যাওয়াটা কিন্তু ছোট খাট কোনও ব্যাপার না। দাঁত অস্বাভাবিক বড় হলে আপনাকে তখন অবশ্যই ভেটের সরনাপন্ন হতে হবে। ভেটেরিয়ান ডাক্তার তখন খরগোশের দাঁত ট্রিম করে আবার আগের মতন  ছোট করে দিবেন। 

এটাও একটা জটিল প্রক্রিয়া। কারন এতেও খরগোশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নিবে আগে ভেটেরিয়ান ডাক্তার। 

তাই আপনি যদি চান আপনার খরগোশ সুস্থ থাকুক এবং ভালো থাকুক তাকে বেশী বেশী ঘাস, হ্যে চাবাতে দিন। হ্যে চাবাতে দিলে দাঁত বড় হবে না। 

এছাড়া পেয়ারা, নিম গাছের ডাল দিতে পারেন চাবানোর জন্য। যেন তেন গাছের ডাল চিবুতে দেওয়া যাবে না বিষাক্ত হতে পারে। 

ঢাকার ধানমন্ডিতে Care & Cure Veterinary Clinic

ভেট সাদ্দাম পাটোয়ারী একজন অভিজ্ঞ দন্ত চিকিৎসক। আপনার খরগোশের দাঁত বড় হয়ে গেলে তার থেকে চিকিৎসা করাতে পারবেন। 

আপনার খরগোশের খেয়াল রাখার দ্বায়িত্যও আপনার। তাই আপনার খরগোশের দাঁতকে প্রাকৃতিক ভাবে শেপে রাখার জন্য ঘাস, হ্যে চাবাতে দিন। 

যদি আপনার খরগোশের দাঁত বড় হয়ে থাকে সেক্ষেএে কোনও ভাবেই বিলম্ব না করে অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে। 

নূসরাত খান স্বর্না 

এডমিন 

রেবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *