খরগোশের নিউটার
🐰☘️ আমরা জানি নিউটার মেল খরগোশকে করাতে হয়। খরগোশ খুব দ্রত বেবী দিয়ে থাকে। তারা প্রায় সময় হিটে আসে। ফিমেল খরগোশের সাথে মেল খরগোশ থাকার কারনে তারা ঘন ঘন বেবী দিবে যা কি না ফিমেল বানির স্বাস্থ্যর জন্যও ক্ষতিকর।
মেল বানিকে ফিমেল বানির সাথে ছেড়ে রাখলে এই সমস্যাটা দেখা দিবে। সে জন্য আপনি তাদের এক সাথে রাখতে পারবেন না। আলাদা আলাদা করে রাখতে হবে কিন্তু যদি আপনি আপনার মেল বানিটাকে নিউটার করিয়ে নিন তখন মেল ফিমেল বানি এক সাথে ছেড়ে রাখতে সমস্যা নেই।
এছাড়া অন্য সময়ে যখন মেল বানি হিটে আসে নিউটার করানোর পর টেষ্টোষ্টেরনের প্রভাব কম থাকার কারনে তারা শান্ত থাকে।
পূর্বের মতন তারা অশান্ত থাকে না।
আপনি যদি আপনার জোড়া খরগোশ থেকে আর বেবী না চান তাহলে মেল খরগোশটাকে নিউটার করাতে পারেন।
🐰☘️হাউজ রেবিটের জন্য নিউটার করানো খুবই জরুরী। নিউটার একটি সার্জারী প্রক্রিয়া। এটি একটি ছোট অপারেশন। এই সার্জারীর মাধ্যমে মেল খরগোশের দুটি টেসটিকল অপসারন করা হয়।
এতে ভয় পাওয়ার কিছু নেই। নিউটার করানোর পর ভেটেনারী সার্জন আপনাকে কিছু মেডিসিন দিবে এবং বলে দিবে কী ভাবে কেয়ার নিতে হবে। ঠিকমত ঔষুধ এবং যত্ন নিলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আপনার বানি।
নিউটার করালে আপনার বানি হেলদি থাকবে।
🐰☘️ছয়মাস বয়স থেকে দুই বছর বয়সী যে কোনও সুস্থ মেল খরগোশকে নিউটার করানো যায়। দুই বছর বয়স পরও নিউটার করানো যায় কিন্তু এর আগে করালে ভালো এবং সেইফ।
🐰☘️আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনারী সার্জন দিয়ে এই অপারেশন করাতে হবে। যদি অপারেশন সঠিক না হয় এজন্য কিন্তু খরগোশ মৃত্যুবরনও করতে পারে।
ঢাকার ধানমন্ডিতে ভেট মো সাদ্দাম পাটোয়ারী এই বিষয়ে একজন অভিজ্ঞ ভেট।
তার পেইজের লিংকটা ও ফোন নাম্বার আমার পোষ্টের প্রথম কমেন্টে পাবেন।
🐰☘️সুস্থ ও স্বাভাবিক মেল খরগোশকে নিউটার করাতে পারবেন। অসুস্থ খরগোশকে নিউটার করানো যাবে না।
নূসরাত খান স্বর্না
এডমিন
Rabbit welfare society of Bangladesh (RWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd
Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh
Cat welfare society of Bangladesh (CWSB)
Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd
Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499