খরগোশ কাগজ খেলে কি ক্ষতি হবে?
খরগোশের প্রধান খাবার উদ্ভিদের আঁশ। আর কাগজ প্রধানত কাঠ, বাঁশ, ছেঁড়া কাপড়, ঘাস ইত্যাদি কাগজ তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আঁশ জাতীয় এই সব উপাদান দিয়ে মণ্ড তৈরি করা হয় এবং এই মণ্ড মেশিনের মাধ্যমে চাপ দিয়ে পাতলা আস্তরণ ফেলে শুকানো হয়।কাগজ উৎপাদনের মূল তত্ত্ব হল, আঁশ জাতীয় পদার্থের লঘু জলীয় মিশ্রণকে একটি স্বচ্ছিদ্র পর্দার উপর ছড়িয়ে দেওয়া ।
এর ফলে মিশ্রণের জলীয় অংশ পর্দা ভেদ করে ঝরে যায় আর পর্দার উপরে আঁশের পাতলা একটা আস্তরণ পড়ে থাকে। এই আস্তরণ কে ধিরে ধিরে বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে কাগজে পরিণত করা হয়। অধিকাংশ কাগজ কাঠ থেকে উৎপাদিত মন্ড হতে প্রস্তুত করা হয়। এছাড়া তুলা এবং কাপড় থেকেও কাগজ প্রস্তুত হয়ে থাকে।
এই জন্যই খরগোশ কাগজ খেতে পছন্দ করে। কারণ কাগজের মূল উপাদান আঁশ। আর এতে তাদের খুব বেশি সমস্যা হয়না। তাই বলে কাগজ খেতে দিবেন না কারণ কাগজ এর কালি ও কেমিক্যাল তাদের জন্য ক্ষতিকর । তা ছাড়াও কাগজ হজম করতে তাদের সমস্যা হয় পেট ফুলে যায়। খেয়াল রাখুন যাতে কাগজ না খেতে পারে। তারপরেও কাগজ খেলে তেমন ভয় পাওয়া কিছু নাই।