Posted on

আইস

৩১মার্চ,২০২১।আম্মুকে অনেক কষ্টে রাজি করে, আব্বুর কাছ থেকে লুকিয়ে আমি আর আম্মু দোকান থেকে কিনে আনি আমার ছোট্ট আইস কে। ওর বয়স তখন ২মাস। দোকানে যাওয়ার পর দোকানদার খাচা দেখিয়ে বলেছিল যেটা পছন্দ হয় নেন। আমি ফার্স্টেই যেই বাচ্চাটাকে নিজে হাতে ধরে খাচা থেকে বের করেছিলাম সেটা ছিল আইস। ও তখন অনেক ছোট। ওকে এক হাতের মুঠোয় ধরে ছিলাম, ও ভয়ে ছটফট করছিল। ওর ভয় পাওয়া দেখে আমি ওকে ওই অবস্থায় ই(দোকানে ওরা অনেক নোংরা অবস্থায় থাকে) কোলের মধ্যে নিয়ে আদর করি। ওইযে কোলে নিয়ে আদর করেছিলাম দুইমাসের ছোট্ট খরগোশ এর বাচ্চাটাকে, আজ সেই বাচ্চাটা এত্তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ সে ১বছরের একটা বড় বাচ্চা! ভাবতেই অবাক লাগে যে কতো বড় হয়ে গেল দেখতে দেখতে। আমার প্রত্যেকটা মুহুর্তের, হাসি কান্নার সাথী ও। ❤যখন ওকে নিয়ে আসি, আমি নিজেকে প্রমিজ করেছিলাম আমার সবটুকু দিয়ে ওকে ভালো রাখবো, যত্নে রাখবো। দুই মাসের বাচ্চাটা ১বছরের বাচ্চা হয়ে যেভাবে আমার সামনে পুরো বাসা ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে বেড়ায় সেগুলো দেখে সত্যিই মনে হয় আমি আমার প্রমিজ রাখতে পেরেছি। ওর সাথে খেলা, কোলের মধ্যে নিয়ে ঘুমানো, ছবি তোলা, ঘুরে বেড়ানো, বেড়াতে যাওয়া সবকিছুই আমার কাছে প্রাইজলেস। ওকে ওর নাম ধরে ডাকলে যখন দৌড়ে আমার পায়ের কাছে চলে আসে, আমি ভার্সিটি থেকে আসলে যেভাবে আমার দিকে তাকায় থাকে, কোলে উঠতে চায় সেগুলো দেখার যে শান্তি, তা বলে বোঝানো যাবেনা। বাসার সবাই ওর সাথে মানিয়ে নিয়েছে, সবার ভালোবাসা পেয়েছে ও। ওকে বকলে আম্মু আমাকে বলে “অতো বকতে হবেনা, এই আইস আমার কাছে আয়”, ওকে ওর প্লেপেন এ রাখলে ও যখন বের হতে চায় আব্বু বলে ” ওকে বের করে দাও ও খেলুক”। যখন দেখি আব্বু আম্মু ওর হয়ে কথা বলে তখন আলাদা শান্তি লাগে। ফ্রীজের তিনটা তাক এর একটা তাক শুধু ওর খাবারের জন্যই থাকে, ওর জন্য সবসময় বারান্দার দরজা লাগায় রাখা হয়, ওর জন্য সবাই সাবধানে হাটাচলা করে যেন ও ব্যাথা না পায়। বাসার প্রত্যেকটা মানুষ ওর জন্য ওর মতো করে থাকতে শিখেছে। আমরা যেমন ওকে ভালোবেসেছি, ওকে আপন করে নিয়েছি, সে ও কম করেনি। আমার, আম্মুর সাথে সাথে ঘুরে বেড়ানো, প্লেপেন এর সামনে আব্বু আম্মু গেলে,তাদের দেখে ওর বের হতে চাওয়া, ঢাকা থেকে ভাইয়া ভাবি আসলে তাদের সাথে খেলতে চাওয়া, কোলে ওঠা…. সে ও বোঝে সবাই তাকে কতো আদর করে। আবার বকা দিলে সেটাও ভালোই বোঝে?আদর, ভালোবাসা, রাগ, অভিমান সবকিছু মিলিয়েই প্রত্যেকটা দিন কেটে যায় আমাদের আর দুইমাস এর ছোট্ট বাচ্চা টা বড় হয়ে এক বছরের হয়ে যায়। চোখের সামনে ওর বড় হতে দেখাটা যে কি শান্তির সেটা আমি জানি। আবার ওকে আগলায় রাখা, ওকে নিয়ে কিছু মানুষের উল্টো পালটা কথা শোনা, হাসির পাত্র হওয়া সেগুলোও সেগুলোও কম ফেস করিনি। এরপরেও এটুকুই শান্তি যে ও আমার কাছে আছে, ভালো আছে। ও ভালো থাকুক, দীর্ঘজীবী হোক। শুভ জন্মদিন আইস❤️ তুমি অনেক ভালো থাকো, অনেক বড় হও। আমি, আমরা সবাই তোমাকে খুব খুব খুব বেশি ভালোবাসি!❤️

Faozia Fariha kintu

Admin

Rabbit Welfare Society of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *