বিড়াল আর খরগোশ কি একসাথে রাখা বা পালা যাবে?
উত্তর যদি দিতে হয় আমি বলবো না যাবেনা।এখন কিছু জ্ঞানী সম্প্রদায়ের উৎপত্তি হবে যে আমার বিড়াল আর খরগোশ একসাথে থাকে একসাথে খেলে।আচ্ছা এই পয়েন্ট টা মাথায় রাখুন। উত্তর দিচ্ছি।বিড়াল আর খরগোশ দুটিই পোষা প্রাণী হিসাবে পরিচিত। কিন্তু একটা কিন্তু এখানে আছেই যে খরগোশ কে কি বিড়াল এটাক করবে যদি সে পোষাও হয়?আমি বলছি একদিন না একদিন এটাক করার ৯০-৯৯% সম্ভাবনা আছে।তার প্রথম কারণ হলো বিড়াল মাংসাশী প্রাণী। আর খরগোশ হলো তৃণভোজী।এবার তাদের ন্যাচার অনুযায়ী বিড়াল এর মাংস চাই সে শিকার করে খাবে।এখন পোষা হিসাবে তাকে আপনি খাবার দিচ্ছেন। কিন্তু স্বভাব জনিত কারণে তার সামনে শিকার ঘুড়ে বেড়াচ্ছে সে শিকার কে আক্রমণ করবেই।এটা একদম শিউর।দ্বিতীয়ত বিড়াল খুবই বেইমান টাইপের প্রাণী। এরা পোষ মানে ঠিকই। তবে এরা লয়াল না। বিড়াল আপনার ঘরের খাবার চুরি করবে। মাঝেমাঝে আপনাকেও খামচি দিবে কামড় দিবে। আর আপনার বাসায় যদি তার শিকার যোগ্য কিছু থাকে সেটাকে সে আক্রমণ করবে। আপনি দেখবেন আপনার পোষা বিড়াল মাঝেমাঝেই বাহিরে থেকে একটা পাখি নিয়ে আসছে,একটা সাপ নিয়ে আসছে,একটা ব্যাঙ নিয়ে আসছে। ও কেন এগুলা শিকার করলো?ওকে কি আপনি খেতে দেন না?তাহলে?কারণ এইটাই ওর ন্যাচার বা স্বভাব।হ্যা আমি বলছিনা বিড়াল পালা ভাল না। আমি নিজেও বিড়াল পালছি। আমি জাস্ট এইটাই বলছি বিড়াল লয়াল না।এবার আসি সেই প্রথম পয়েন্টে কথা বলা জ্ঞানী লোকগুলোর কথার উত্তরে।আপনার বিড়াল আপনার খরগোশের সাথে খেলছে।আপনি কিভাবে বুঝলেন খেলছে?বিড়াল খুবই ধূর্ত টাইপের। সে জাস্ট কাছাকাছি থাকবে সুযোগ বুঝে মেরে দিবে আপনার সামনেই। তখন কি করবেন?কোথায় যাবে আপনাদের এই জ্ঞান?আপনার সামনেই যদি বিড়াল কামড় বসায় ঘাড়ে বরাবর খরগোশের।তখন বাঁচাতে পারবেন তো?নাকি একটা প্রাণ যাওয়ার দায় নিজের কাধে নিবেন?নাকি স্রেফ একটা দূর্ঘটনা বলে এটা কে এড়িয়ে যাবেন?একটা কথা মাথায় রাখবেন বিপদ আপনাকে মেসেঞ্জারে নক করে আসবেনা যে আমি আসছি।তাই সাবধান থাকুন।বিড়াল/কুকুর থেকে খরগোশের ম্যাক্সিমাম দূরত্ব রাখুন।হোক সেটা পোষা কিংবা বাহিরের।নাহয় আপনার খরগোশের মৃত্যুর দায় আপনার।
ধন্যবাদ-মোঃ মাহাদী হিমু
(Admin,Rabbit Welfare society of Bangladesh)