Posted on

ফিমেল খরগোশের গর্ভপাতের কারন এবং প্রতিকার

একটি ফিমেল খরগোশের গর্ভপাত বিভিন্ন কারনে হতে পারে। তার মধ্যে প্রধান ও অন্যতম একটি কারন হলো ফিমেল খরগোশের খুব অল্প বয়সে মেটিং করানো। একটি ফিমেল খরগোশ সাধারণত ৬ মাসে এডাল্ট হয়ে যায়। কিন্তু এই ৬ মাসে সে এডাল্ট হলেও মেটিং বা গর্ভধারণের জন্য সে তৈরী থাকে না শারিরীক ভাবে। ৬ মাস বয়সে তার গর্ভাশয় বাচ্চা ধারনের জন্য পরিপূর্ন নয়। সাধারণত ফিমেল খরগোশ ৮ থেকে ১০ মাস বয়সী হলে সে বাচ্চা ধারনের জন্য উপযুক্ত হয়। ৬ মাস বয়সে মেটিং করালে তার গর্ভপাত হবার সম্ভাবনা খুব বেশী থাকে, যাকে বলা হয় মিসক্যারেজ। এখানে খরগোশের বয়সটাই যে আসল তা কিন্তু নয় বয়সের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে খরগোশের ওজন ঠিক আছে কি না। অথাৎ একজন ফিমেল খরগোশের বয়সের পাশাপাশি সঠিক ওজন থাকতে হবে। একটি এডাল্ট ফিমেলের ওজন দেড় থেকে দুই কেজি থাকলে সে মা হবার জন্য শারিরীক ভাবে প্রস্তুত। কম বয়সী এবং কম ওজনের অথাৎ ৮ মাস বয়সী খরগোশের নিচে বয়স ও দেড় কেজি ওজনের নিচে হলে ফিমেল খরগোশের গর্ভপাত হবার সম্ভাবনা খুবই বেশী। এখানে জাতভেদে খরগোশের ওজনটা নির্ভর করে থাকে। যেমন Netherland dwarf এবং Lion head রেবিট জাতিগত ভাবে ছোট ও এদের ওজনও কম থাকে। তারা ৬ মাসে দেড় কেজি ওজনের হয়ে থাকে এবং সুস্স্থ বাচ্চা জন্ম দিতে সক্ষম। ফিমেল খরগোশের গর্ভপাতের আরেকটি কারন হলো পুষ্টির অভাব এবং বার বার ব্রিড করানো ও বাচ্চা জন্মদান। খরগোশের পুষ্টির অভাব দূর করতে তাকে সঠিক ডায়েট, ট্রিট হিসাবে ফলের পাশাপাশি তাকে ভিটামিনের ঔষধ দিতে হবে। বার বার ফিমেল রেবিটকে ব্রিড করালে মা খরগোশের স্বাস্হ্যহানী হবে, ওজন কমে যাবে, মৃত বাচ্চা প্রসব করবে এমনকি মা রেবিটও মারা যেতে পারে। তাই বার বার ঘন ঘন ব্রিড করানো যাবে না। খরগোশের গর্ভপাত রোধের প্রতিকার:-

👉১/ ফিমেল খরগোশ অবশ্যই দেড় কেজির উপরে হতে হবে এবং বয়স ৮-১০ মাস বয়সী হতে হবে।

👉২/ বার বার ঘন ঘন মেটিং বা ব্রিড করানো যাবে না। বছরে দুইবার ছয়মাসের গ্যাপ নিয়ে মেটিং করাতে হবে।

👉৩/ পুষ্টিহিনতা দূর করতে ভিটামিন ও ফল ফলাদি খাওয়াতে হবে। অপুষ্টিতে ভুক্ত ফিমেল খরগোশকে মেটিং করানো যাবে না। কারন সে শারিরীক ভাবে দূর্বল, ফিট না।

👉৪/ অসুস্থ অবস্থাতে ফিমেল খরগোশকে ব্রিড করানো যাবে না। যেমন জ্বর আছে, ঠান্ডা বা শারিরীক কোন সমস্যা আছে।

👉৫/ প্রেগনেট অবস্থাতে মেটিং করানো যাবে না। ফিমেল রেবিট প্রেগনেট হলে অবশ্যই মেল বানি আলাদা রাখতে হবে। মোট কথা ফিমেল রেবিটকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সুস্থ ও সঠিক বয়স এবং সঠিক ওজনের হতে হবে। তাহলে গর্ভপাতের সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে।

নূসরাত খান

এডমিন

রেবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *