খরগোশকে কি পাতাকপি, ফুলকপির পাতা দেওয়া যাবে?

উওর: নাহ দেওয়া যাবে না। কারন পাতকপি ফুলকপির পাতা অতিরিক্ত পরিমানে খেলে খরগোশের পেটে গ্যাস হবে, পেট ফুলে শক্ত হয়ে যাবে এবং এক পর্যায়ে সে খাবার গ্রহন টোটালি বন্ধ করে দিবে, পাতলা পটি করবে।
তাই দেওয়া যাবে না।
একটা পাতা দিতে চাইলে ট্রিট হিসাবে সেটা দিতে পারেন, কিন্তু পরিমানে অনেক দেওয়া যাবে না।
অনেকে আছেন ঘাস খাওয়ানো বাদ দিয়ে শুধু পাতাকপি আর ফুলকপির পাতাই খাওয়ান।
না ভূলেও এটা করা যাবে না।
নিরাপদ সবজি অল্প পরিমানে ট্রিট হিসাবে দিতে পারবেন।
প্রশ্ন: ট্রিট হিসাবে কি! বুঝিনি
উওর: আমরা মানুষরা যেমন নিজেকে নিজে ট্রিট দেই অথাৎ বিকালের নাস্তা বা সন্ধার নাস্তা করি তেমনিই রেবিটকে প্রধান খাবারের পাশাপাশি সবজি ও ফল নাস্তা হিসাবে ট্রিট হিসাবে দিবেন।
প্রশ্ন : নিরাপদ সবজি কি কি?
উওর: পুদিনা পাতা, শশা, ধনিয়া পাতা, ব্রোকলি, সবুজ মটরশুঁটি, মিষ্টি কুমড়া, গাজর, লেটুস
ইত্যাদি