তাজা ঘাস সংরক্ষন করার উপায়
তাজা ঘাস সংরক্ষন কী ভাবে করবো?
গতকাল খরগোশের হ্যে বানানোর প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করবো কী করে তাজা সবুজ ঘাস বেশী দিন সংরক্ষন করে রাখা যাবে সেই বিষয়ে।
আমাকে অনেকেই নক করেছে যে ঘাস কীভাবে সংরক্ষন করা যাবে?
এজন্য আজকে পোষ্ট করে লিখে দিলাম।
আমরা জানি হ্যে অনেক দিন সংরক্ষন করা গেলেও ঘাসটা কিন্তু বেশী দিন সংরক্ষন করা যায় না। ঘাসটা বেশী দিন থাকলে সেটা লাল বা হলুদ হয়ে যাবে আর সেটা খরগোশ কখনোই খাবে না, পড়ে সেটা ফেলে দিতে হয়।
☘️ ঘাসটা কেটে আনার পর সেটা আপনি পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। এরপর লম্বা সাইজ করে চেষ্টা করবেন ঘাস গুলোকে কেটে নিতে ( যেগুলো বড় বড় সাইজের ঘাস শুধু সেগুলো) দূর্বা ঘাস গুলো কাটার প্রয়োজন পড়ে না।
সাইজ মত কেটে নেওয়া হয়ে গেলে আপনি ঘাস গুলো বড় জিপার লক ব্যাগ পাওয়া যায়, সেগুলোর মধ্যে ভরে রেখে দিন। আপনি চাইলে পলিব্যাগেও রাখতে পারেন আপনার সুবিধা মতন। এরপর ব্যাগে রাখা ঘাঁসগুলো আপনি ফ্রিজে রেখে আরামসে ১০ দিন পযন্ত আপনার খরগোশকে খেতে দিতে পারবেন। এই ১০ দিন পযন্ত ঘাস ফ্রিজে রাখলে নষ্ট হবে না।
শুধুমাএ আপনি যখন আপনার খরগোশকে খাওয়াবেন তার কিছু সময় আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ঘাঁসগুলো,, নরমাল টেম্পারেচার হবার জন্য।
সরাসরি ঠান্ডা ঘাস খেতে দেওয়া যাবে না। তা না হলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে।
এভাবে আপনি সহজেই ঘাস সংরক্ষন করতে পারবেন।
☘️যে কোনও ঘাস খরগোশকে খেতে দেওয়া যাবে কিন্তু যে গুলো ধারালো এবং বিষাক্ত ঘাস সেগুলো খেতে দেওয়া যাবে না।
☘️আপনার খরগোশকে ঘাস এবং হ্যে খাওয়ার অভ্যাস করুন। ঘাসের পাশাপাশি সবজি এবং ফলমূল খেতে দিন।
☘️নিয়মিত পানি খাওয়াবেন। খরগোশের থাকার জায়গার সামনে পানি দিয়ে রাখবেন।
☘️ হ্যে বানানোর প্রসেস লিংকটা দিলাম যারা দেখেননি দেখে নিতে পারেন।
https://www.facebook.com/groups/rwsbd/permalink/647484316209600/
(কুকুর- বিড়াল থেকে সাবধানে রাখবেন)
ভাল থাকুন, আপনাদের পোষ্য প্রানীদেরকেও ভালো রাখুন।
নূসরাত খান স্বর্না
তাজা ঘাস সংরক্ষন কী ভাবে করবো?
গতকাল খরগোশের হ্যে বানানোর প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করবো কী করে তাজা সবুজ ঘাস বেশী দিন সংরক্ষন করে রাখা যাবে সেই বিষয়ে।
আমাকে অনেকেই নক করেছে যে ঘাস কীভাবে সংরক্ষন করা যাবে?
এজন্য আজকে পোষ্ট করে লিখে দিলাম।
আমরা জানি হ্যে অনেক দিন সংরক্ষন করা গেলেও ঘাসটা কিন্তু বেশী দিন সংরক্ষন করা যায় না। ঘাসটা বেশী দিন থাকলে সেটা লাল বা হলুদ হয়ে যাবে আর সেটা খরগোশ কখনোই খাবে না, পড়ে সেটা ফেলে দিতে হয়।
☘️ ঘাসটা কেটে আনার পর সেটা আপনি পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। এরপর লম্বা সাইজ করে চেষ্টা করবেন ঘাস গুলোকে কেটে নিতে ( যেগুলো বড় বড় সাইজের ঘাস শুধু সেগুলো) দূর্বা ঘাস গুলো কাটার প্রয়োজন পড়ে না।
সাইজ মত কেটে নেওয়া হয়ে গেলে আপনি ঘাস গুলো বড় জিপার লক ব্যাগ পাওয়া যায়, সেগুলোর মধ্যে ভরে রেখে দিন। আপনি চাইলে পলিব্যাগেও রাখতে পারেন আপনার সুবিধা মতন। এরপর ব্যাগে রাখা ঘাঁসগুলো আপনি ফ্রিজে রেখে আরামসে ১০ দিন পযন্ত আপনার খরগোশকে খেতে দিতে পারবেন। এই ১০ দিন পযন্ত ঘাস ফ্রিজে রাখলে নষ্ট হবে না।
শুধুমাএ আপনি যখন আপনার খরগোশকে খাওয়াবেন তার কিছু সময় আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ঘাঁসগুলো,, নরমাল টেম্পারেচার হবার জন্য।
সরাসরি ঠান্ডা ঘাস খেতে দেওয়া যাবে না। তা না হলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে।
এভাবে আপনি সহজেই ঘাস সংরক্ষন করতে পারবেন।
☘️যে কোনও ঘাস খরগোশকে খেতে দেওয়া যাবে কিন্তু যে গুলো ধারালো এবং বিষাক্ত ঘাস সেগুলো খেতে দেওয়া যাবে না।
☘️আপনার খরগোশকে ঘাস এবং হ্যে খাওয়ার অভ্যাস করুন। ঘাসের পাশাপাশি সবজি এবং ফলমূল খেতে দিন।
☘️নিয়মিত পানি খাওয়াবেন। খরগোশের থাকার জায়গার সামনে পানি দিয়ে রাখবেন।
☘️ হ্যে বানানোর প্রসেস লিংকটা দিলাম যারা দেখেননি দেখে নিতে পারেন।
https://www.facebook.com/groups/rwsbd/permalink/647484316209600/
(কুকুর- বিড়াল থেকে সাবধানে রাখবেন)
ভাল থাকুন, আপনাদের পোষ্য প্রানীদেরকেও ভালো রাখুন।
নূসরাত খান স্বর্না
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh