Posted on

খরগোশের জন্য ভাবে হ্যে বানাতে হবে?

আমরা সবাই জানি যে খরগোশ তৃনভোজী প্রানী। তার প্রধান খাবারটাই হলো ঘাস। আমরা ঘাসকে দুই ভাবে দিয়ে থাকি 

১- সবুজ ফ্রেশ ঘাস এবং 

২- হ্যে 

আজকে আলোচনা করবো কীভাবে সবুজ ঘাস থেকে বাসায় বসে নিজে সহজেই হ্যে বানিয়ে নিতে পারি। 

🐰 হ্যে বানাতে হলে আমাদেরকে প্রথমে সবুজ তাজা ঘাঁসটা কেটে এনে সেটা পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 

মনে রাখবেন পানি দিয়ে আগে ধুয়ে নিবেন, হ্যে বানানোর পর ধোয়া যাবে না। 

পানি দিয়ে ধোয়ার পর এবার আপনি যতটুকু পরিমান সবুজ ঘাস হ্যে বানাতে চান সেই পরিমান নিয়ে সেটা কিছুক্ষনের জন্য পানি ঝরতে দিন। পানি ঝরানো হয়ে গেলে আপনি ঘাসগুলোকে একটি পাত্রে অথবা ট্রেতে রেখে সেটা আপনার বাসার ছাদে অথবা বেলকুনিতে যেখানে রোদের তাপ আছে সেখানে নিবেন। 

মনে রাখবেন, এই ঘাসগুলোকে কিন্তু সরাসরি সূর্য্যর তাপে রাখা যাবে না। যদি আমরা সরাসরি সূর্যের তাপে রাখি তাহলে সেটা পুড়ে যাবে, হ্যের মধ্যে যে একটা ময়াশ্চারাইজার থাকে, ক্রান্চিনেস থাকে সেটা তাহলে থাকবে না। 

এবার সূর্যের সরাসরি তাপে না রেখে হাল্কা তাপ পাওয়া যায় এমন জায়গাতে রেখে দিন ২৪ ঘন্টার জন্য।আপনি চাইলে দুইদিন পযন্তও রাখতে পারেন। 

২৪ ঘন্টা পার হয়ে গেলে আপনি দেখবেন আপনার ঘাসটা শুকিয়ে হ্যে তে পরিনত হয়েছে। 

এক্ষেএে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার হ্যের মধ্যে যেন সবুজ রংটা থাকে। 

যদি হ্যে টা সবুজ রংয়ের থাকে এবং শুকিয়ে যায়, ময়েশ্চারাইজার থাকে তাহলে সেটা হবে খরগোশের জন্য পারফেক্ট সঠিক হ্যে । 

সরাসরি সূর্যের তাপে রাখলে হ্যে হবে ঠিকই কিন্তু সেটার মধ্যে সবুজ ভাবটা থাকবে না এবং সেটা পারফেক্ট হ্যে হবে না। 

এবার এই হ্যে আপনি আপনার খরগোশদের খেতে দিতে পারেন। 

🥕 আমরা জানি যে খরগোশের দাঁতের সমস্যা কিন্তু একটা বড় সমস্যা। খরগোশ যদি ঘাস অথবা হ্যে না খায় তাহলে কিন্তু তাদের দাঁত বড় হয়ে যাবে এবং পরবর্তীতে সেই সমস্যার জন্য খাবার খাওয়া বন্ধ করে দিবে। তখন তাকে ইমার্জেন্সী ভাবে ভেটের কাছে নিয়ে যেয়ে দাঁতের ট্রিম করাতে হবে অর্থাৎ দাঁত কেটে ছোট করিয়ে দিবে আগের মতন। 

খরগোশ যদি ঘাস বা হ্যে খেত তাহলে কিন্তু আর কষ্ট করে ভেটের কাছে নেওয়া লাগতো না এবং এত ঝামেলা হতো না। প্রাকৃতিক ভাবেই খরগোশের দাঁত শেপে থাকতো। 

🍎আপনার খরগোশ হ্যে যদি একান্ত না ই খায় তাহলে সবুজ ঘাঁসটা অবশ্যই খাওয়াবেন। 

🍎যেহেতু খরগোশ হ্যে খাবে তাই তার সামনে পানি দিয়ে রাখবেন। 

আপনার খরগোশকে সবুজ ঘাস এবং হ্যে খেতে দিন। পাশাপাশি নিরাপদ সবজি এবং ফল ট্রিট হিসাবে খেতে দিবেন। 

(কুকুর বিড়াল থেকে সাবধানে রাখবেন) 

ভালো থাকুন, আপনার খরগোশদের ভালো রাখুন।

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd

আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *