কী ভাবে খরগোশকে পি পটি ট্রেইন করবো?
খরগোশকে পটি ট্রেইন করানোর জন্য একটা লিটার বক্স ঘরে যে কোনও একটা স্থানে রাখতে হবে। লিটার বক্সের মধ্যে কিছু পরিমান শুকনা ঘাস ( হে ) ও পেলেটস দিয়ে রাখতে হবে।
খরগোশ যেখানে পি করে সেটা টিসূ দিয়ে পরিস্কার করে ঐ লিটার বক্সের মধ্যে ফেলে দিতে হবে তাতে করে খরগোশ হে খাবার জন্য লিটার বক্সে গেলে ও নিজ থেকে পি পটির গন্ধ শুকু বুঝতে পারবে যে এখানেই ওকে পি পটি করতে হবে। কিছু দিন এই নিয়ম টা ফলো করলে খরগোশ নিজ থেকে লিটার বক্সে পি পটি করবে আর এখানে সেখানে করবে না।
বাসায় লিটার বক্স ছাড়া অন্য কোথাও পি করলে সে ক্ষেএে ভিনেগার ও পানি এক সাথে সম পরিমান মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিলে ঐ জায়গাটা তে তাহলে আর কোনও দুর্গন্ধ থাকবে না।
খরগোশ যে খানে ওর পির গন্ধ পায় ঐ জায়গাটাতেই আবার পি করে থাকে তাই এই স্প্রে দিয়ে পরিস্কার করে রাখলে আর কোনও গন্ধ থাকবে না আর খরগোশ ও ঐ জায়গাটাতে পি করবে না। তখন সে নিয়মিত লিটার বক্সের মধ্যেই শুধু পি পটি করবে।
এটা একটু ধয্য নিয়ে আপনার খরগোশকে শিখাতে হবে। তিন চার দিন এই নিয়ম অনুসরন করলে খরগোশ তখন পটি ট্রেইন হয়ে যাবে।
নুসরাত খান স্বর্না
এডমিন
রেবিট ওয়েল ফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ।
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh