Posted on

বিড়ালের চর্ম রোগ

আপনার বিড়ালের দাদ থেকে শুরু করে পরজীবীর দ্বারা চুলকানি হতে পারে। চুলকানি হবার অনেকগুলো কারন রয়েছে। যদি আপনার বিড়াল সারাদিন ঘরের ভিতরে থাকে, তাহলে সবচেয়ে সম্ভাব্য কারণ হল “miliary dermatitis” নামক একটি রোগ। এই অবস্থাটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট হয় এবং এটা অত্যন্ত চুলকানিযুক্ত ফুসকুড়ি তৈরি করে।ফুসকুড়ি পশমের নীচে দেখতে পাওয়া যায়। এমন অবস্থা হলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে বাসায় চিকিৎসা করাতে পারেন।

>>বিড়ালের চর্ম রোগ প্রতিরোধ ও চিকিৎসা ঃ-miliary dermatitis এবং অন্যান্য ধরণের বিড়ালের চর্ম রোগের চিকিৎসায় দুটি দিক রয়েছে।১)চর্ম রোগ এর কারণ চিহ্নিত করা এবং সমস্যা যে কারনে হয়েছে তা দূর করা।

২) বিড়াল যাতে চুলকিয়ে আরো ক্ষত তৈরি না করে সে দিকে খেয়াল রাখা। মাছি, মাইট এবং উকুন এর জন্য সাধারত বিড়ালের চর্ম রোগ হয়ে থাকে । তাই নিয়মিত ডিওয়ারমিং করা ও বিড়ালকে পরিষ্কার রাখতে হবে। নিয়মিত বিড়ালের কোন রকম পরজীবীর আছে কিনা পরীক্ষা করুন।

>>প্রাথমিক চিকিৎসা বিড়ালের চুলকানির ব্যথা এবং চুলকানি কমাতে আপনি প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। topical steroid এর মত ক্রিম চুলকানি কমাতে সাহায্য করতে পারে।এছাড়াও কিছু ওসুধ মাছি, মাইট এবং উকুন দূর করে চুলকানি কমাতে সাহায্য করে।অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে ওসুধ দেওয়া উচিৎ।

>> ক্ষত স্থানে ব্যান্ডেজ করা।বিড়াল বার বার চুলকিয়ে ক্ষত বাড়িয়ে দিতে পারে তাই অবস্থা অনুযায়ী ব্যান্ডেজ করা লাগতে পারে। ব্যান্ডেজ টপিকাল ক্রিম বা মলম খাওয়া থেকেও বিরত রাখবে। আপনার বিড়ালের পশম টানবে এমন আঠালো উপকরণ ব্যবহার করবেন না ব্যান্ডেজ করতে ।কারণ এটি চুলকানিকে আরও খারাপ করে তুলবে।

>> Elizabethan collars বা E-collars ব্যবহার করুন ।অ্যালার্জির প্রতিক্রিয়া হলে বেশির ভাগ বিড়াল তীব্রভাবে মুখ দিয়ে চুলকায়।বিড়াল যাতে ক্ষত স্থানে চুলকাতে না পারে তার জন্য Elizabethan collars ব্যবহার করুন।

>> ডায়েট পরিবর্তন করুনঃঅনেক সময় নতুন খাবারে বিড়ালের অ্যালার্জি হতে। আবার পুরোনা খাবারেও অ্যালার্জি হতে পারে । তাই তার ডায়েট একজন ভেটিরিনারি ডাক্তার কে দেখান । এবং ডায়েট ভুল থাকলে সঠিক ডায়েট ফলো করুন।

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ-

Cat Welfare Society Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsbd

Cat Rights Watch Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/crwbd

Cat Association Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *