বিড়ালের খাদ্য তালিকা:-পর্ব-১(০-২.৫ মাস বয়সীদের জন্যে)
বিড়ালের খাদ্য তালিকা:-পর্ব-১(০-২.৫ মাস বয়সীদের জন্যে)যারা পহেলাপ্রথম বিড়াল পালে বা পালা শুরু করেছেন তাঁদের জন্য প্রথমেই শুভেচ্ছা কেননা আগে কোনো জিনিস নষ্ট হলেই আপনার উপর দোষ আসতো এখন সেটায় ভাগ বসবে (আপনি বেচে গেলেন )।যাইহোক ক্যাট প্যারেন্টসরা অনেকেই দ্বিধায় থাকে বিড়ালদের কী খাওয়াবো, কখন খাওয়াবো , কতটুকু খাওয়াবো।
মা বিড়াল না থাকলে বা না খাওয়ালে :-বয়স – ৩দিনের বেশি হলে মা বিড়াল ছাড়া বিড়াল অনেকেই খুঁজে পান বা পালেন তাদের জন্যে – বিড়ালের বয়স ৩ দিনের বেশি হলে বাজারে বা অনলাইন পেজে কিটেন রিপ্লেসমেন্ট কিনতে পাওয়া যায় সেটা কিনে খাওয়ান। যদি সেটা সহজলভ্য না হয় তাহলে ছাগলের দুধ। আর সেটাও না হলে পাউডার দুধ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে অনুপাত ১:৩ ।মনে রাখবেন গরুর দুধে ল্যাকটোসের পরিমান বেশি থাকে যার জন্য বাচ্চা বিড়ালদের পাতলা পটি হয়। এবং বেশী দুর্বল হলে বাঁচানো যায় না।
খাওয়ানো সময় ড্রপার ব্যাবহার করবেন। ১-২ ঘন্টা পর পর খাওয়ানো চেষ্টা করবেন। আবার দেখবেন ক্ষুদা লাগলেই বাচ্চা চিল্লানো শুরু করে তখনই বুঝবেন ক্ষুদা লেগেছে। কতো টুকু খাওয়াবেন ? দেখবেন ওর খাওয়া হয়ে গেলে ও নিজ থেকেই আর খেতে চাইবে না । তখনই বুঝে যাবেন উনার পেট ভরে গিয়েছে।
বয়স ১মাস বা তার বেশি হলে- পাতলা দুধের পাশাপাশি চিকেন স্টক বা চিকেন সিদ্ধ করে পানি টা কুসুম গরম খাওয়াতে পারেন। এতে করে ওর দুর্বলতা কমবে। অনেকসময় দেখা যায় মা ছাড়া বাচ্চা বিড়াল খুব দূর্বল হয় তাই চিকেন স্টকের সাথে অল্প স্যালাইন মিশিয়েও খাওয়াতে পারেন।
বয়স দুইমাসের কাছাকাছি হলে -ওকে সলিড ফুড যেমন মাছ, মাংস ছোটছোট টুকরো করে খাওয়াতে অভ্যেস করুন , এবং এগুলো খাওয়ানো শিখান।
মা বিড়াল থাকলে বা নিজ থেকে খাওয়ালে – মা বিড়াল নিজেই তার সন্তানদের খাওয়াবে। আপনার কিছু করার দরকার পড়বে না। শুধু ১.৫মাস + হলে ওকে মায়ের দুধের পাশাপাশি চিকেন স্টক এবং ২মাসের কাছাকাছি বয়স হলেই মাছ, মাংস খাওয়ানো শুরু করবেন
মনে রাখবেন , মা বিড়াল তার বাবুদের ২/২.৫ মাস পর্যন্ত দুধ খাওয়ায়। তাই তার আগে বাচ্চাকে মা থেকে একান্ত দরকার না হলে আলাদা করবেন না
( ২.৫ – প্রাপ্ত বয়সীদের জন্য খাদ্য তালিকা আগামী পোস্টে বলা হবে )
Faisa musarrat
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ-
Cat Welfare Society Of Bangladesh
facebook link :- https://www.facebook.com/groups/catwsbd
facebook link :- https://www.facebook.com/groups/crwbd
facebook link :- https://www.facebook.com/groups/catwsb