Posted on

বিড়ালের প্রেগন্যান্সি বুঝার উপায়

বিড়ালের প্রেগন্যান্সি বুঝার উপায়:-বিড়ালের প্রেগন্যান্সির সময় হচ্ছে মেটিং এর দিন থেকে শুরু করে ৬৩-৬৫ দিন। কিছু কিছু ক্ষেত্রে দেরিও হয়। তখন দেরি না করে ভেট দেখানো শ্রেয়।

এখন আসি :-প্রেগন্যান্সি বুঝার উপায়ে_

মানুষের মতো বিড়ালের ব্লাড, ইউরিন পরীক্ষার মাধ্যমে প্রেগন্যান্সি নির্ধারণ করা সম্ভব নয়। কিন্তু কিছু বিশেষ লক্ষন রয়েছেযার মাধ্যমে বুঝা যায় আপনার বিড়ালটি প্রেগন্যান্ট কী না।লক্ষন :-

? প্রেগন্যান্সির তৃতীয় সপ্তাহের মধ্যে বিড়ালের ব্রেস্ট এর বৃদ্ধি এবং নিপল গোলাপি হয়ে যাবে। এটি “Pinking up” হিসেবে পরিচিত ।

? প্রেগন্যান্সির চতুর্থ সপ্তাহে বিড়ালের ওজন বাড়ে যায় এবং শরীরে তা দৃশ্যমান হয়।

ভেট দ্বারা চেক আপ করালের ১৭-২৫ দিনের মধ্যে বিড়ালের পেটের মধ্যে প্রাণের স্পন্দন পাবে এবং প্রেগন্যান্সি নিশ্চিত করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে এই পরীক্ষা বাসায় করা মোটেও উচিত নাএতে বিড়ালের miscarriage অথবা বাচ্চার growth এ সমস্যা হতে পারে। X-ray অথবা Ultrasonography এর মাধ্যমেও Pregnancy নিশ্চিত হওয়া যায়

? যদিও এটা খুব কম দেখা যায়, অনেক বিড়াল এ সময়ে অসুস্থতা অনুভব করতে পারে Pregnancy এর তৃতীয় সপ্তাহের প্রায় তাদের খাবার গ্রহণ বন্ধ হয়ে যেতে পারে এবং বমি হতে পারে। দীর্ঘদিন অরুচি থাকলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

? এই সময়টায় ওদের এক্টিভিটিস কমে যায়।

? আবার পেটে হাত দিয়ে আদর দিতে চাইলে aggressive হয়ে যায় প্রচুর।পরবর্তি পোস্টে প্রেগন্যান্ট ক্যাট এর যত্ন নিয়ে বলা হবে?

Faisa Musarrat

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ-

Cat Welfare Society Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsbd

Cat Rights Watch Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/crwbd

Cat Association Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *