খরগোশ এর “হিট”
হিট কি?
হিট বলতে বোঝায় খরগোশ এর ব্রীডিং করা বা মেটিং করার চাহিদা তৈরী হওয়া।
আসুন এবার বিস্তারিত জেনে নেই।
একটা খরগোশ এডাল্ট হয় ৬মাস বয়সে। ছয় মাস থেকে ওরা এডাল্ট হয়ে যায় এবং তাদের শারীরিক চাহিদা তৈরী হয়। এই সময় থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা দেয়ার ক্ষমতা লাভ করতে থাকে(যদিও ছয়মাস কখনোই বাচ্চা নেয়ার উপযুক্ত সময় নয়) ছয়মাস থেকেই তারা তাদের শারীরিক চাহিদা মিটাতে চায়। যদি একটা ছেলে খরগোশ ও একটা মেয়ে খরগোশ একসাথে থাকে তাহলে তারা মেটিং করে এবং তাদের শারীরিক চাহিদা মেটায়।(এটা ওদের শরীরের জন্য ভালো না তাই এই সময় আলাদা রাখা ভালো)।
কিন্তু, যদি একটা খরগোশ থাকে বা একাধিক খরগোশ একই লিংগের থাকে তাহলে তারা তাদের শারীরিক চাহিদা মেটাতে পারেনা এবং না মেটাতে পারার কারণে তাদের আচরণে পরিবর্তন আসে যেটাকে আমরা “হিট” বলি।
?হিট এ আসলে এর লক্ষণ সমূহঃ
১.চুপচাপ হয়ে যাবে
২.খাওয়াদাওয়া কমায় দিবে
৩.পটি ট্রেইনড হওয়া সত্যেও যেখানে সেখানে পি পটি করবে
৪.আক্রমণাত্মক ব্যবহার করবে যেমনঃ আচড়ে দেয়া,কামড়ে দেয়া, ধরতে বা কলে নিতে আসলে এটাক করা
৫.নিরিবিলি জায়গায় একা থাকতে চাইবে
উপরিউক্ত সমস্যাগুলো দেখা দিলে বুঝতে হবে খরগোশ হিট এ এসছে।
?হিট এ আসলে করণীয়ঃ
হিট এ আসলে খরগোশ এর আচরণ দেখে অনেকেই ভয় পান, চিন্তা করেন। কিন্তু এতে চিন্তার কিছু নেই। হিটে আসলে খরগোশ কে প্রচুর সময় দিবেন, ওর সাথে খেলবেন, আদর করবেন। যদি দেখেন ও এগুলো করতে চাচ্ছেনা নিজের মতো থাকতে চাচ্ছে তাহলে ওকে নিজের মতো থাকতে দিবেন।
?হিট এর স্থায়ী কালঃ
খরগোশ হিট এ আসলে ২/৩ দিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত হিট এ থাকতে পারে। এক এক খরগোশ এর ক্ষেত্রে এক এক রকম সময় লাগে। তারপর আস্তে আস্তে খরগোশ আবার নরমাল হয়ে যায়।
?হিট রোধ করার উপায়ঃ
হিট এ আসা রোধ করতে আপনাকে হয় খরগোশ কে নিউটার অথবা স্পে করিয়ে নিতে হবে অথবা বিপরীত লিংগের কোনো খরগোশ আনতে হবে।
ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের খরগোশ কে।
ধন্যবাদ?
Faozia Fariha
Admin
Rabbit Welfare Society of Bangladesh.
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh