খরগোশকে কি মেহেদি দেওয়া যাবে?
ইদানীং অনেকেই খরগোশ কে দেখতে আকর্ষণীয় করতে মেহেদি ব্যবহার করছেন খরগোশ দের গায়ে। আপনাদের কি মনে হচ্ছে? যে খরগোশ টাকে মেহেদি দেয়ার পর ওকে দেখতে খুব সুন্দর লাগছে? না, কখনোই না। আমার কাছে মেহেদি দিলে তাদের একদম ই সুন্দর লাগে না, ইন ফ্যাক্ট শুধু আমার না, গ্রুপে বেশির ভাগ মেম্বারই সেম কথা বলেছেন( https://www.facebook.com/groups/rwsbd/permalink/650525605905471/ ) তো যাইহোক এরমধ্যেও কিছু মানুষ বলেছেন মেহেদি দিলে ভাল্লাগে এবং অনেকে মেহেদি দেয় ও। গায়ে, হাত পা, কান পর্যন্তও বাকি রাখেন না কেও কেও। আপনারা কি মেহেদি দেয়ার সময় কখনো জানার চেষ্টা করেছেন যে এটা আপনার খরগোশ এর জন্য ভালো কিনা? আসুন জেনে নেইঃ
১.খরগোশ দের স্কিন অনেক সেনসিটিভ হয়। তাদের কে আমরা গোসল করাতেই নিষেধ করি আর মেহেদি তো দুরের কথা। মেহেদি দিলে ওদের অস্বস্তি হবে যেটা আপনারা বুঝতেও পারবেন না, চামড়ায় সমস্যা দেখা দিতে পারে। লোমের মধ্যে মেহেদি দীর্ঘদিন আটকে থাকলেও সমস্যা দেখা দিতে পারে।
২.মেহেদি বাটা স্কিনে বেশিক্ষণ রাখলে মানুষ বা খরগোশ সবারই ঠান্ডা লাগার একটা চান্স থাকে। তাই খরগোশ কে মেহেদি দিবেন না কখনো।
৩.খরগোশ রা নিজেদের শরীর নিজেরা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। যদি মেহেদী দেয়ার পরে খরগোশ কোনোভাবে সেই মেহেদি চেটে ফেলে এবং তা তার পেটে যায় তাহলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, যেমনঃ পাতলা পটি, বমি হওয়া বা হুট করে অসুস্থ হয়ে যাওয়া।
মনে রাখবেন, সৃষ্টিকর্তা যেভাবে ওদের বানিয়েছেন ওরা সেভাবেই সুন্দর। মেহেদি দিয়ে ওদের সৌন্দর্য বৃদ্ধি তো পায় ই না বরং কমে, আর উপরিউক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই কখনো ভুলেও খরগোশ কে মেহেদি দিবেন না।
ধন্যবাদ ?
Faozia Fariha
Admin
Rabbit Welfare Society of Bangladesh
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh