Posted on

খরগোশ নিয়ে জার্নি

আমাদের অনেক সময়ই খরগোশ নিয়ে জার্নি করার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে একটা খরগোশ কে জার্নির জন্য প্রস্তুত করতে হয় এবং কি কি প্রিপারেশন নিতে হয়। তাই আসুন জেনে নেই বিস্তারিত…. 

অনেকেরই প্রথম প্রশ্ন থাকে যে খরগোশ কি জার্নি করতে পারবে?

আপনি যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে অবশ্যই পারবে। ওকে যদি কমফোর্টেবল ভাবে নিতে পারেন ওর মতো করে তবে অবশ্যই পারবে।

এবার আসি কোন যানবাহন জার্নি করার জন্য উপর্যুক্ত।

আপনি চাইলে বাস, ট্রেইন দুই জায়গা তেই ওদের নিতে পারবেন। তবে প্লেন এ নেয়া যাবে কিনা এটা আসলে আমরা এভাবে বলতে পারিনা কারণ সেক্ষেত্রে আলাদা নিয়ম থাকে।

এবার আসি জার্নির সময় কিভাবে  রাখবেন খরগোশ কে।

?প্রথম বিষয় হচ্ছে খরগোশ কে কিভাবে নিবেন। এক্ষেত্রে আপনি প্লাস্টিকের বক্স/ঝুড়ি নিতে পারেন (ছবিঃ ১) ঝুড়ির মধ্যে একটা মোটা কাপড় বিছিয়ে ওর মধ্যে নিতে পারেন। খাচায় ও নিতে পারেন তবে ঝুড়ি নিলে ক্যারি করতে সহজ হবে।

?খেয়াল রাখবেন যেন গরম না লাগে। কারণ যদি কোনো কারণে একবার ওদের গরম লাগে ওয়েদার এর সাথে ওরা মানিয়ে নিতে না পারে তাহলে ওদের হিট স্ট্রোক করার চান্স থাকে। তাই ওকে খাচা বা ঝুড়ি যেখানেই নেন সেখানে ঠান্ডা বোতল কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে রাখবেন। এতে ওদের একটু হলেও গরম কম লাগবে। যদি বেশি গরম হয় তাহলে বাতাস করবেন আর ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিবেন। মোট কথা কোনো ভাবেই গরম লাগতে দেয়া যাবেনা। গাড়ির জানলা খুলে রাখবেন যেন বাতাস আসে, তবে খেয়াল রাখবেন যেন লাফ দিয়ে বের হয়ে যেতে না পারে ওরা। কিন্তু যদি এসি গাড়ি/ট্রেইন হয় তাহলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা না লাগে। ওদের কানে বারবার হাত দিয়ে চেক করবেন। 

?ওরা গাড়ির হর্ণে বা যেকোনো  শব্দে ভয় পায় অনেক, এতে অনেক সময় স্ট্রোক করার সম্ভাবনা থাকে। বেশি শব্দ হলে ওর কান দুটোয় হাত দিয়ে রাখবেন যেন শব্দ কম শোনে আর ওদের গায়ে হাত বুলিয়ে দিবেন বারবার, ওদের নাম ধরে ডাকবেন ওদের সাথে খেলবেন। এতে ওরা কমফোর্টেবল হবে, ভয় কম পাবে। গাড়িতে শুরুর দিকে ওরা অনেক আনকমফোর্টেবল থাকবে এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে সেদিক টা খেয়াল রেখে ওদের সময় দিতে হবে যেন ওরা সেইফ ফিল করে। 

?️জার্নিতে খরগোশ রা খাওয়াদাওয়া কমিয়ে দেয়। তাই চেষ্টা করবেন বিভিন্ন রকমের খাবার সাথে রাখতে। এতে করে একটা খাবার না খেলেও আরেকটা যেন আপনি খাওয়াতে পারেন। আমার খরগোশ ঘাস খুব পছন্দ করে কিন্তু সাত ঘন্টার জার্নিতে সে এক টুকরো ঘাস ও খায়নি। সে শসা, গাজর, আম, কলা এসব খেয়েছে। তাই আপনাকে কয়েকরকম খাবার রাখতে হবে সাথে যাতে একটা খাবার না খেলেও আরেকটা খাবার যেন ওকে দিতে পারেন। তাই একটা বক্সে ওদের জন্য বিভিন্ন রকম খাবার নিয়ে নিবেন(ছবিঃ২) আমার খরগোশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো, যখন গাড়ি চলতো সে তখন খেতো না। গাড়ি থামলে খেতো। এটা তো পাবলিক ট্রান্সপোর্ট এ সম্ভব হবেনা। তাই আপনাকে ওদের সাথে ফ্রেন্ডলি হয়ে খাওয়াতে হবে। আর চেষ্টা করবেন জার্নির আগে একটু স্যালাইন বা গ্লুকোলাইট(ছবিঃ৩) খাইয়ে নেয়ার। এতে ওরা জার্নিতে কম খেলেও  দুর্বল হয়ে যাবে না ।

?জার্নিতে যেহেতু ওরা খাবার তুলনামুলক কম খায় তাই ওরা পি পটি ও অনেক কম করে। আর যেহেতু ওরা একটা বাস্কেট এর মধ্যে থাকবে তাই পটি ট্রেইন হলেও ওরা জায়গা না পেয়ে ওই বাস্কেট এই পটি করবে। তাই চেষ্টা করবেন একাধিক কাপড় রাখার। যাতে একটা কাপড় ভিজিয়ে ফেললেও আপনি চেঞ্জ করে দিতে পারেন।

?ওদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে যেন ওরা ভয় না পায়। আপনি ওদের কে এক পাশে রেখে নিজের মতো থাকবেন, সেটা করবেন না। এতে ওরা ভয় পাবে। তাই ওদের কোলে নিবেন, ওদের সাথে খেলবেন।

এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। জার্নি করলে পরবর্তী আপডেট জানাবেন আমাদের। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের খরগোশ দের।

ধন্যবাদ। 

 

Faozia Fariha kintu

Admin

Rabbit Welfare Society of Bangladesh.

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd

আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *