Posted on

খরগোশ এবং ক্যামেরার ফ্ল্যাশ লাইট

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খরগোশ এর ছবি তোলেন ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করে।যেটা একদম ই ঠিক না৷ ফ্ল্যাশ লাইট খরগোশ এর চোখের অনেক ক্ষতি করে। খরগোশ এর চোখ খুবই সেনসিটিভ হয়। হঠাৎ করে ফ্ল্যাশ দিলে ওদের চোখে অস্বস্তি হয়। যদি একভাবে আপনি ফ্ল্যাশ ইউজ করে ছবি তুলতে থাকেন তাইলে আস্তে আস্তে চোখের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে।

তাই আমাদের উচিত এ বিষয়ে সচেতন হওয়া। দয়া করে কেও ফ্ল্যাশ লাইট ওদের চোখে ফেলবেন না বা ফ্ল্যাশ লাইট অন করে ওদের ছবি তুলবেন না।

ধন্যবাদ?

Faozia Fariha 

এডমিন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *