খরগোশের পি বা ইউরিন এর সমস্যা
গতোদিন খরগোশ এর পটি নিয়ে ডিটেইলস বলেছি, অনেকেই পি বা ইউরিন নিয়ে জানতে চেয়েছেন।
খরগোশ এর ইউরিন কয়েক ধরনের হতে পারে তাদের ডায়েট এর উপর ভিত্তি করে।
ইউরিন এর বর্ণভেদে তাদের শারীরিক বৈশিষ্ট্য আন্দাজ করতে পারবো আমরা। ইউরিন বিভিন্ন রং এর হয়। যেমনঃ সোনালী বর্ণের, এ্যাম্বার বা বাদামী বর্ণের, লাল বর্ণের, ডার্ক ব্রাউন বা খয়েরী বর্ণের বা ক্লিয়ার। আসুন বিস্তারিত জেনে নেই…..
সোনালী/Golden, বাদামি/Amber, লাল এবং ক্লিয়ার বর্ণের ইউরিন কে খরগোশ এর নরমাল ইউরিন হিসাবে ধরা হয়। যেহেতু ওরা পানি কম খায় তাই কালার একটু সোনালী, বাদামি হলে ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। লাল বর্ণের ইউরিন ও নরমাল ই ধরা হয় যদি না ইউরিন দিয়ে ব্লাড যায়। ইউরিন দিয়ে ব্লাড গেলে যদি সেই ইউরিন লাল হয় তবে তা কখনোই নরমাল না, বরং তা মুত্রাশয়ে পাথরের লক্ষণ।
কিন্তু নরমাল ইউরিন যদি বেশিক্ষণ খোলা অবস্থায় পড়ে থাকে তাইলে সেটা বাতাসের সাথে মিলে একটা লাল বর্ণ ধারণ করে। তাই ইউরিন চেক করলে সাথে সাথে চেক করবেন। অনেকক্ষণ পড়ে থাকা ইউরিন দেখে কিছু আন্দাজ করবেন না।
কিন্তু ইউরিন যদি ডার্ক ব্রাউন বা খয়েরী হয় তবে সেটা পানি শূন্যতার লক্ষণ যেটাকে আমরা ডিহাইড্রেশন বলে থাকি। সেক্ষেত্রে খরগোশ কে পর্যাপ্ত পানি দিতে হবে।
এবার আসি সাদা বর্ণের ইউরিন এর বিষয়ে। এটা দেখতে অনেকটা ফ্লুইড এর মতো হয়। এমন ইউরিন তখন ই হয় যখন খরগোশ এর শরীরে ক্যালসিয়াম বেশি হয়ে যায়। ওরা ইউরিন এর মাধ্যমে ক্যালসিয়াম বের করে ফেলে যার জন্য ইউরিন ওরকম সারা বর্ণের হয়৷ সেক্ষেত্রে ওর ডায়েট এর দিকে লক্ষ্য রাখতে হবে। বেশি ফলমূল, শাক সব্জি দেয়া যাবেনা।
এরপরে আসি ইউরিনে সাদা ভাব হওয়ার বিষয়ে। শরীরে উচ্চ ক্যালসিয়াম এর কারণে এটা হয়। এটা হওয়া খরগোশের জন্য ভালো না এক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাদ্যের পরিমাণ কমাতে হবে ও পানির পরিমাণ বাড়াতে হবে।
আর সর্বশেষ হচ্ছে ইউরিনে রক্ত দেখা দেয়া। অতিরিক্ত রক্ত আসলে তা মূত্রাশয় এ পাথরের লক্ষণ। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব ভেট এর পরামর্শ নিতে হবে। আবার পানি কম খেলেও হতে পারে এমন অনেক সময়। আর খরগোশ বাচ্চা দেয়ার পর ইউরিনের সাথে রক্ত যেতে পারে। এটা যায় ই অনেক খরগোশের।
এরপরে কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
ভালো থাকুন ও ভালো রাখুন আপনাদের খরগোশ দের।
ধন্যবাদ?
Faozia Fariha
Admin
Rabbit Welfare Society of Bangladesh
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh