Posted on

খরগোশ কে শুকনো ঘাস বা হ্যে খাওয়ানোর উপায়

“হ্যে/Hay”  কি এবং এর উপকারিতা নিয়ে ডিটেইলসঃ https://www.facebook.com/groups/rwsbd/permalink/647484316209600/

বেশির ভাগ বানি প্যারেন্টসরা কমপ্লেইন করেন “আপু আমার খরগোশ হ্যে খায়না। হ্যে কিভাবে খাওয়াবো?” আসুন জেনে নেই হ্যে খাওয়ানোর উপায়। 

আপনি কখনোই প্রথম দিন থেকেই হ্যে খাওয়াতে পারবেন না ওদের। ওরা আস্তে আস্তে খাওয়া শিখবে। হ্যে জিনিস টা না খাওয়ার দুইটা কারণ হতে পারে। প্রথমত, খরগোশ রা রসালো ঘাস বা তাজা ঘাস পছন্দ করে। শুকনা ঘাস ওদের পছন্দ না বেশিরভাগ ক্ষেত্রেই।  দ্বিতীয় কারণ হতে পারে, আপনার হ্যে টা সঠিক ভাবে তৈরি হয়না। অর্থাৎ হ্যে তে যদি ক্রাঞ্চি বা মচমচে  ভাব টা না থাকে তাহলে আপনার খরগোশ সেই হ্যে খাবেনা। তাই হ্যে সঠিক ভাবে বানানো জরুরি। 

এবার আসি কিভাবে খাওয়াবেন। 

আপনি ওকে যেভাবে তাজা ঘাস দেন সেভাবেই দিবেন। ওই তাজা ঘাস এর মধ্যে অল্প অল্প করে  আপনাকে হ্যে দিতে হবে। ধরুন আপনি যদি ওর খাবারের বাটি তে ১০০% তাজা ঘাস দেন, তার ১০% দিবেন হ্যে। ১০০% এর ১০% বুঝছেন নিশ্চয় যে কতো কম। জ্বি, আপনাকে এতো কম কম করেই দিতে হবে যাতে ও হ্যে আর তাজা ঘাস এর পার্থক্য করতে না পারে। প্রথম দুই দিন ১০% করে করে দিন আস্তে আস্তে হ্যে এর পরিমাণ ২০%,৩০%……১০০%  এ নিয়ে যেতে হবে। কিন্তু আবারও বলছি সেটা ধীরে ধীরে। ও একেবারে যেই পরিমাণ ঘাস খাবে সেই পরিমাণ ঘাসের মধ্যে অল্প অল্প করে হ্যে দিবেন। এভাবে সে খাওয়া শিখবে হ্যে।

এটা খুবই ইভেক্টিভ একটা উপায় খরগোশ দের হ্যে খাওয়ানোর। এছাড়াও বিভিন্ন ভাবে আপনারা দিতে পারেন যেমনঃ

১। হ্যে তে প্যালেটস গুড়া করে ছিটিয়ে দিতে পারেন।

২।হ্যে এর উপর কোনো ফলের রস স্প্রে করে দিতে পারেন।

৩।হ্যে তে হিমালয়ান পিংক সল্ট আর পানি মিশায় ছিটায় দিতে পারেন। (এটা দুই একদিনের বেশি দেয়া যাবেনা।

৪। খরগোশ সবরকম ঘাস খেতে চায়না। তাই চেষ্টা করবেন ওদের পছন্দ ঘাসের হ্যে বানায় দিতে।

৫।হ্যে গুলো কাচি দিয়ে কুচি কুচি করে দিতে পারেন এতেও ওরা অল্প অল্প মুখে নিতে পারে। 

উপরের নিয়ম গুলো ফলো করবেন ইন শা আল্লাহ আপনার খরগোশ ও হ্যে খাওয়ায় অভ্যস্ত হয়ে উঠবে। 

ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের খরগোশ দের।

ধন্যবাদ।?

বি.দ্রঃ হ্যে খাওয়ানোর মেইন উপায় টা আমাদের গ্রুপ এডমিন Jahidul Raju ভাইয়ার কাছ থেকে শেখা। সেটাই শেয়ার করলাম। ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ। আমার খরগোশ এভাবেই হ্যে খাওয়া শিখছে আলহামদুলিল্লাহ। 

Faozia Fariha 

Admin

Rabbit Welfare Society of Bangladesh.

আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd

আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *