খরগোশ পেটে গ্যাস হলে করণীয়
খরগোশ এর একটা কমন সমস্যা হচ্ছে পেটে গ্যাস হওয়া।
?কারণ: খরগোশ এর গ্যাস মূলত হয়ে থাকে ভুল খাবারের জন্য। এছাড়া আপনি যদি কলমি শাক, ফল, সবজি বেশি খাওয়ান তাহলেও গ্যাস হতে পারে।
?লক্ষণঃ গ্যাস হলে ওরা খাওয়াদাওয়া বন্ধ করে দিবে বা খাওয়া কমিয়ে দিবে। ওদের পটি নরমাল হবেনা, নরম ও কালো বর্ণের হবে। এছাড়া ওদের পেট শক্ত হয়ে যাবে।
?চিকিৎসাঃ গ্যাস হলে প্রাথমিক পর্যায়ে আমরা সাধারণত আদার রস দিতে বলি। কিন্তু আদার রস চার মাসের কম বয়সের বাচ্চাদের দেয়া যাবেনা। ওদের কে ঔষধ দিতে হবে। আবার গ্যাস যদি অনেক বেশি হয় তাহলেও আদার রস না দিয়ে ঔষধ দিয়ে দিতে হবে।
?ঔষধঃ Neodrop সিরাপ/Flacol সিরাপ। কতোটুকু পরিমাণে দিতে হবে তা বয়স অনুযায়ী নির্ধারণ করতে হয়। তাই ঔষধ দেয়ার আগে অবশ্যই আমাদেরকে পরিমাণ জিজ্ঞেস করে নিবেন।
?প্রতিরোধ: গ্যাসের সমস্যা এড়াতে খরগোশ দেরকে কলমি শাক, ফল, সবজি এগুলো পরিমিত পরিমাণে দিবেন। এগুলো বেশি দিলেই ওদের গ্যাস হবে। ডায়েট এর বাইরে কোনো খাবার দিবেন না। হিউম্যান কোনো ফুড যেমন ভাত,রুটি,মুড়ি বিস্কুট এগুলো দিবেন না।
এরপরেও কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন। আমরা যথাসাধ্য সহযোগিতা করবো।
ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের খরগোশদের।
ধন্যবাদ ?
Faozia Fariha
Admin
Rabbit Welfare Society of Bangladesh.
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh