খরগোশ পানি না খেলে কি করবো?
আমাদের যাদের খরগোশ আছে তাদের বেশিরভাগের ই একটা প্রশ্ন থাকে ” আমার খরগোশ পানি খায়না কেনো? বা খরগোশ কে পানি কিভাবে খাওয়াবো?”
আমি যখন প্রথম প্রথম খরগোশ পালা শুরু করলাম, আমারও এই সেইম প্রশ্ন ছিলো কারণ আমার খরগোশ ও পানি খেতোনা। গ্রুপে অনেক পোস্ট ও দেখেছি এই রিলেটেড। আমি নিজে এবং গ্রুপ থেকে নেয়া কিছু আইডিয়া দিয়ে আমার খরগোশ কে পানি খাওয়াই। গ্রুপে দেখেছি অনেকেই অনেক উপায় বলেছেন। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। তাছাড়া আমিও কিছু এক্সপেরিমেন্ট করেছি যেগুলোও আমার খরগোশের ক্ষেত্রে কাজে লেগেছে। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো।
⚠️প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
?প্রথমেই এই ধারণা বাদ দিতে হবে যে খরগোশ অন্যান্য প্রাণীর মতো প্রচুর পানি খাবে। খরগোশ রা এমনিই কম পানি খায়। কিন্তু এটা ভুলে গেলে চলবেনা যে একদমই পানি খায়না।
?অনেকে মনে করেন পানি খায়না, তার বদলে পানি জাতীয় ফল, ফ্রেস ঘাস দিলেই হবে। পানি তো যাচ্ছে শরীরে। এটা ভুল। পানির কোনো বিকল্প নাই। আপনি পানি জাতীয় ফল দেন আর যাই দেন পানি দিতেই হবে এবং সেটা ফ্রেস পানি।
?পানি কম খায় বা খায়না বলে হাল ছাড়া যাবেনা। সবসময়ই পানি দিয়ে রাখবেন ওদের কাছে। শুকনো ঘাস দিবেন, ওগুলো খেলে ওদের গলা শুকাবে।
?ওদের কে পর্যাপ্ত খেলার, লাফানোর জায়গা দিতে হবে। ওরা যখন ই বেশি লাফালাফি করবে একটু পর দেখবেন নিজেই পানির বাটিতে মুখ দেবে (আমার খরগোশের সাথে এটা হয়❤️)
❓এবার আসি পানি কিভাবে খাওয়াবেনঃ
?যেসব পানি জাতীয় ফল আছে (তরমুজ,নাশপাতি), বা নরম কোনো ফল যেটা চটকালে নরম হয়ে রস বের হয় (পেপে,আম,লিচু,শসা) এইসব ফলের সাথে পানি দেয়া সবচেয়ে সহজ।
এই ফলগুলো প্রথমে আপনি হাত দিয়ে ছোট ছোট করে ভেংগে নিবেন, এতে করে অনেকটা রস বের হবে। এরপর আপনি ওর মধ্যে আনুমানিক ২টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে দিবেন। এতে করে সে যখন ওই ছোট ফলের টুকরো গুলো খাবে, তখন পানি টাও খেয়ে নিবে।
?হ্যে এর পাশাপাশি যেই ফ্রেশ ঘাস দিবেন সেগুলো পানি তে ধুয়ে সাথে সাথে দেয়ার চেষ্টা করবেন। ঘাসের গায়ে পানি থাকলেও সেটা তারা খেয়ে নিবে।
?গ্রুপে একটা আইডিয়া দেখেছি যে পানি তে ধনেপাতা, আপেলের রস স্প্রে করে দিলে খরগোশ সেই পানি টা খাবে। এটা আমার ক্ষেত্রে কার্যকর হয়নি তাই এটার গ্যারান্টি দিতে পারব না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে কার্যকর হতেও পারে।
?প্রথম প্রথম পানি খাওয়ানো অভ্যাস করতে আপনারা পানি তে খুবই সামান্য পরিমাণে চিনি দিতে পারেন এতে ওদের ভালো লাগবে খেতে এবং ওরা খাবেও ইন শা আল্লাহ। কিন্তু অবশ্যই অল্প পরিমাণে চিনি দিবেন এবং খরগোশ পানি খাওয়ায় অভ্যস্ত হয়ে গেলেই চিনি টা বাদ্দিয়ে নরমাল পানি দিবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, চিনি খরগোশ দের জন্য ভালো না তাই চিনি দিলে খুব অল্প পরিমাণে দিতে হবে এবং কখনোই তা দুই একদিনের বেশি দেয়া যাবেনা।
?এরপরেও কিছু খরগোশ থাকে যারা কোনোভাবেই পানি খেতে চায়না, তাদের জন্য ড্রপারের ব্যাবস্থা রাখতে হবে। ওদের ধরে ড্রপারে করে পানি খাওয়াতে হবে।
আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। কোনো ভুল হলে আমাকে শুধ্রিয়ে দেবেন। আর আপনাদের কাছে অন্য কোনো আইডিয়া থাকলেও তা গ্রুপে পোস্ট করতে পারেন?
ভালো থাকুক আমাদের সকল খরগোশ গুলো!?❤️
Faozia Fariha
Admin
Rabbit Welfare Society of Bangladesh.
আমাদের গ্রুপ লিংক ঃ https://www.facebook.com/groups/rwsbd
আমাদের পেজ লিংক ঃ https://www.facebook.com/rwsbangladesh