Posted on

সিঙ্গেল বানি কী পালা যাবে?

নূসরাত খান , এডমিন রেবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ
https://www.facebook.com/groups/rwsbd

আমরা প্রায় সময়ই এমন কথা শুনি যে আপনার কী একটা রেবিট? একা রেবিট কী পালন করা যায়? একা রেবিট কী বেঁচে থাকতে পারে সঙ্গী ছাড়া? হ্যা এখন আমি আলোচনা করবো একটা রেবিট পালন করা যায় কি যায় না এই বিষয়ে বিস্তারিত ভাবে। রেবিট আমরা সকলেই ভালোবেসে শখের বসে পালন করে থাকি। আজকাল অনেকেই শখের বসে কুকুর বিড়ালের পাশাপাশি রেবিট পালন করে থাকেন। বাসা বাড়িতে আমরা যে যার মতন করে রেবিট পালন করে থাকি। অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু একটা রেবিট কী পালন করা যায়? উওর- জ্বী অবশ্যই যায়। কেনো যাবে না? আপনি যদি আপনার রেবিটকে লনলি ফিল না করান তাকে যথেষ্ট সময় দিন তাহলে অবশ্যই সিঙ্গেল রেবিট খুব ভালো ভাবেই পালন করা যায়। অনেকেই আছেন অনেক গুলো রেবিট পালন করেন, That also nice. অনেক গুলো রেবিট এক সাথে পালন করা খুবই ভালো তাহলে আপনার রেবিট খেলার সঙ্গী পায়। সে একাকীত্ব অনুভব করে না। যারা দুইটা, তিনটা বা তারও বেশী রেবিট পালতে চান তারা অবশ্যই পালতে পারেন এটা আপনার রেবিটদের জন্যই ভালো। আপনি একটা সিঙ্গেল বানি তখনই নিবেন যখন আপনি তাকে পযাপ্ত সময় দিতে পারবেন। তার সাথে খেলতে পারবেন। আপনার সিঙ্গেল রেবিটকে একাকীত্ব অনুভব করতে দেওয়া যাবে না। যদি সে একাকীত্ব অনুভব করে তাহলে সে Aggressive হয়ে যাবে, ঝিম ধরে বসে থাকবে, খাবারে অনীহা দেখাবে ইত্যাদি। মোট কথা হলো সিঙ্গেল বানি পালন করলে আপনাকে তাকে সময় দিতে হবে এবং প্রোপার যত্ন নিতে হবে। আমি নিজেই সিঙ্গেল রেবিট পালন করি। আলহামদুলিল্লাহ আমার রেবিট হেলদি এবং হ্যাপী রেবিট। শুধু আমি নয় গ্রুপে আরোও এডমিন আছেন যারা সিঙ্গেল বানি পালন করেন। আপনি যদি চান একটা সিঙ্গেল বানি পালন করতে তাহলে চিন্তা না করে নিয়ে নিতে পারেন। শুধুমাত্র খাবারের ডায়েট ঠিক রাখবেন, যত্ন নিবেন এবং সময় দিবেন আপনার বানিকে। ছবিতে আমার রেবিট টিংকু এবং রিংকু, তারা দুজনেই সিঙ্গেল রেবিট। 🖤কুকুর বিড়াল থেকে সাবধানে রাখবেন বানিদের। নূসরাত খান এডমিন রেবিট ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *