বিড়ালের খাদ্য তালিকা
পর্ব:-২(২.৫+ থেকে প্রাপ্তবয়সীদের জন্য)—২.৫ হতে না হতেই মোটামুটি সব বিড়াল সলিড ফুড যেমন- মাছ, মাংস, কুমড়া, আলু, ভাত খাওয়া শিখে যায়।তাই এই সময়ে সেগুলো দেওয়া ভালো। এই সব সলিড ফুড ওদের বৃদ্ধিতে সাহায্য করে।মনে রাখার বিষয়- _______
বিড়ালের প্রতিদিনের খাদ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল থাকা জরুরী।
বিড়ালদের কাঁচা খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে মাংস। কেনোনা কাঁচা মাংসে প্রচুর ভ্যাকটেরিয়া থাকে যা ওদের জন্য ক্ষতিকর।
মাছ দিলে অবশ্যই কাটা ছাড়া দিতে হবে। কাটা ওদের দাঁতে, গলায় আটকে গেলে অনবরত বমি হতে পারে।
অনেকে ভাবে অনেক গুলো ভাতের সাথে অল্প মাছ বা মাংস দিলে ওরা ওদের পুষ্টি পাবে এবং পেটও ভরবে। বিষয়টি অর্ধেক সত্য। ভাতে ওদের পেট ভরলেও ওদের পুষ্টির চাহিদা পূরণ হয় না। সে ক্ষেত্রে অর্ধেক ভাতের সাথে অর্ধেক মাছ/মাংস দিতে হবে।
বিড়াল মাংসাশী প্রানী । সে ক্ষেত্রে চেষ্টা করবেন মাছ, মাংস তুলনমূলকভাবে বেশি দেওয়ার।
মাংসের সাথে মিষ্টি কুমড়া সিদ্ধ, আলু সিদ্ধও দিতে পারেন।
গরু মাংস বেশি দিলে পটিতে সমস্যা হয়। তাই সেটা কম দেওয়ার চেষ্টা করবেন।
মাংস, মাছ সিদ্ধ করার সময় কোনো মসলা দেওয়ার দরকার নেই। খালি পানিতেই সিদ্ধ করতে পারবেন। চাইলে এক চিমটি লবণ দিতে পারেন।
ওদের খেতে দেওয়ার সময় খাবার ভালো মত চটকিয়ে খেতে দিন।
দিনে দুইবার খাবার দিবেন। চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে খাবার দেওয়ার। কম খেলে তিনবার করে দিবেন।
পানি সব সময় দিয়ে রাখবেন।
খাবার বেশিক্ষণ খোলা থাকলে ফেলে দিবেন কেনোনা এতে মাছি বসে খাবার নষ্ট করে দেয় । এবং নষ্ট খাবার বিড়ালদের দিলে ওরা খেতে চায় না আর খেলেও অসুস্থ হয়ে পরে।( বিশেষ ভাবে canned food/ wet food গুলা)
এখন আসি বিড়ালদের wet food এবং dry food নিয়ে। উপরোক্ত খাবারের পাশাপাশি সাস্থ্য ঠিক রাখতে এবং খাবারের প্রতি অনীহা প্রকাশ না করাতে চাইলে ট্রিট হিসেবে অল্প wet food বা ড্রাই food দেওয়া যায়। ২মাস থেকে ৬ মাস অবধি wet food এবং dry food এর জুনিয়র এবং ৬মাস থেকে পরবর্তী সময়ে adult food খাওয়াতে পারেন।
বিস্তারিত -আজকাল প্রক্রিয়াজাত করা মাছ ও মাংস প্যাকেটে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যা Wet Food এবং Canned Food নামে পরিচিত।এই খাবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমনঃ ভাত ১০ভাগের বেশি মেশানো উচিৎ নয়।Dry Food অর্থাৎ শুকনো খাবার যা কিনতে পাওয়া যায় তাতে মূলত প্রচুর পরিমানে প্রাণী প্রোটিন ও অল্প পরিমানে উদ্ভিদ প্রোটিন থাকে। Dry food বিড়ালের জন্য ক্ষতিকারক নয় যদি খাবারটি উচ্চ মানের হয় এবং সাথে প্রচুর পরিমানে পানি খাওয়ানো যায়। এই খাবারে শতকরা ৩৫-৪০ ভাগ কার্বোহাইড্রেট মেশানো থাকে।বিড়ালের খাবারের পরিমানএকটি বিড়ালের খাবার এবং পরিমান নির্ভর করে তার বয়স এবং ওজনের উপর। এছাড়া Indoor অথবা Outdoor বিড়াল কিনা, Spayed অথবা Neutered কিনা , কি পরিমান খেতে পারে এসব বিষয়ের ওপরও খাবারের পরিমান নির্ভর করে। New York এর Animal Medical Center অনুযায়ী, একটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক ৩-৪ কেজি ওজনের বিড়ালের প্রতিদিন ২৪০ ক্যালোরি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন হয়। অর্থাৎ প্রতি কেজিতে ৬০-৬৫ ক্যালোরি প্রয়োজন।Dry Food এ প্রতি এক কাপ খাবারে ৩০০ ক্যালোরি (ব্র্যান্ড অনুযায়ী ক্যালোরি কম বেশি হতে পারে, কতটুকু ক্যালোরি থাকে তা প্যাকেটের গায়ে সঠিক ভাবে লেখা থাকে) থাকে এবং ৮৫ গ্রামের Canned Food এ ২৫০ ক্যালোরি পাওয়া যায়। Dry Food হলে ২ কাপ এবং Canned Food হলে ৮৫ গ্রামের প্যাকেট দিতে হবে। তবে প্রয়োজন অনুযায়ী পরিমান কম বেশি করা যাবে।
Dry Food পরিমানে বেশি হলে বিড়াল পরে খেতে পারে কিন্তু Wet Food এবং Canned Food হলে পরিমান অনুযায়ী দিতে হবে, অবশিষ্ট খাবার সরিয়ে ফেলতে হবে কারন দীর্ঘক্ষণ রেখে দেওয়া খাবার নষ্ট হয়ে যেতে পারে এবং তা খেলে ডাইরিয়া হওয়ার আশঙ্কা থাকে।
বিঃদ্রঃ অতিরিক্ত ওজনের বিড়ালকে Dry Food না খাওয়ানো ভাল কারন এতে ওজন আরও বেড়ে যেতে পারে। তা ছাড়া ছেলে বিড়ালদের dry food কম দেওয়া ভালো। ওদের পি তে infection হওয়ার আশঙ্কা থাকে
Dry Food এর সাথে পর্যাপ্ত পরিমানে পানি খাওয়ানো জরুরী।
Faisa musarrat
Cat welfare society of Bangladesh
Cat Welfare Society Of Bangladesh
facebook link :- https://www.facebook.com/groups/catwsbd
facebook link :- https://www.facebook.com/groups/crwbd
facebook link :- https://www.facebook.com/groups/catwsb