Posted on

বিড়ালের পি পটি

অনেকেই রাস্তা থেকে অসুস্থ বিড়ালের বাচ্চা ঘরে নিয়ে নয়তো মা বিড়াল ছাড়া বিড়ালের বাচ্চা পালেন। তাদের জন্যে বিড়ালের খাদ্য তালিকা আগেই দেওয়া আছে, এইবার আসি তাদের পি পটি করানো নিয়ে।

মনে রাখার বিষয় — ছোটো বিড়ালের বাচ্চারা সাধারণত খাবার খাওয়ার পরপরই পি, পটি করে। মা বিড়াল সাথে থাকলে সে সময় মা বিড়ালই ওদের খাওয়ানো পর পি, পটির রাস্তা চেটে দেয় অনেকক্ষন। যার ফলে বাচ্চা বিড়াল উষ্ণতার পাবার মাধ্যমে পি পটি করার চাপ অনুভব করে। আর এতে করেই তারা নিজে থেকে পি পটি করে।

?? বাচ্চা বিড়াল ছোটো থাকায় নিজ থেকে পি পটি করার পর সেখানে পরিষ্কার করতে পারে না এতে পী পটির স্থানে ময়লা জমে রাস্তা ব্লক করে দেয়। মা বিড়াল থাকলে সে যখন পি করার জায়গা চেটে দেয় তখন ওই জমাট বাঁধা ময়লাও চলে যায় যার জন্যে সহজেই পি পটির রাস্তা পরিষ্কার হয়ে যায়।

?? উপরোক্ত বিষয়গুলো মা বিড়াল সাথে থাকলে খুবই সহজ হয়ে যায়। কিন্তু সেটা সম্ভব না হলে দায়িত্ব আপনারই নিতে হবে।

যেমন– বাবু ছোটো হলে বাবুকে খাওয়ানো পর হালকা গরম কুসুম পানিতে কাপড় ভিজিয়ে সে কাপড় আলতো করে পি করার জায়গায় মালিশ করে দিতে হবে।

✳️✳️অবশ্যই সেটা আলতো করে মালিশ করে দিতে হবে। জোড়ে করলে ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে।

✳️✳️মালিশ করার পর ওকে লিটারবক্সে বসিয়ে দিতে হবে। তখন না করলে আবারও কোলে নিয়ে আলতো করে মালিশ করতে হবে এবং আবার লিটার বক্সে বসিয়ে রাখতে হবে। এতে করে উষ্ণতা অনুভব করার সাথে সাথে ও পি বা পটি করবে। সাথে যদি কোনো ময়লা লেগে পির রাস্তা ব্লক হয়ে যায় সেটাও পরিষ্কার হয়ে যাবে।

?? বিড়াল ছোট থাকা অবস্থাতেই এইভাবে একটি নির্দিষ্ট জায়গায় পি পটি করাতে থাকলে অল্প দিনের মধ্যেই খুব সহজেই বিড়াল পি পটি ট্রেইন করা যায়। (বিস্তারিত আগামী পোস্টে)

?? অনেকেই ভাবে বিড়ালের পি/পটি করার চাপ পড়লে সে নিজ থেকেই করবে । কিন্তু সেটা ভুল। বেশি ছোটো বাবু হলে ও শুরুতে নিজ থেকে মোটেও করতে চাইবে না। যার কারণে ওর পেটেই সব জমা হতে থাকবে এবং পেট অতিমাত্রায় ফুলে যাবে।অবস্হা আরো বাজে হতে থাকলে এক সময় বাঁচানোও সম্ভব হবে না।তাই এই নিয়ম মেনেচলা জরুরি।

Faisa musarrat

Cat Welfare Society Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsbd

Cat Rights Watch Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/crwbd

Cat Association Of Bangladesh

facebook link :-  https://www.facebook.com/groups/catwsb

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *