Posted on

খরগোশকে ভুষি এবং কলমি শাক খাওয়ান যাবে?

ভুষি এবং কলমি শাক খাওয়া।

সচরাচর অনেক কেই দেখাভুষি এবং কলমি শাক খাওয়ান যাবে? যায় খরগোশ কে কলমি শাক খাওয়ায় সাথে ভুষিও খাওয়ায়।

প্রশ্ন টা হলো এইটা কি নিরাপদ?

গ্রুপে অনেকেই বলবে নিরাপদ না।

আবার অনেকেই বলবে নিরাপদ।

কিন্তু অভিজ্ঞ ও ডাক্তার রা কি বলে?

কলমি এবং ভুষি দুইটাই র‍্যাবিটের জন্য খুবই স্বাস্থ্যকর। দাড়ান!

আমাকে গালি দেওয়ার আগে পুরোটা পড়ুন।

কলমি তে থাকে প্রচুর পরিমাণে পানি।

যা খরগোশ এর পানিশুণ্যতা পূরনে খুবই কার্যকরী।

আর ভুষি তে থাকে নানা ধরণের পুষ্টি। যা খরগোশ কে মোটা তাজা করতে সাহায্য করে।

কিন্তু!

আমি ইতিমধ্যেই বলেছিলাম ভাতের পোষ্টে যে খরগোশের পাচনতন্ত্র অন্য সব প্রাণী থেকে আলাদা।

ওদের হজম শক্তিও দূর্বল।

তাই কলমি কিংবা ভুষি দিতে হবে পরিমাণমতো।

তবে হ্যা সাথে শর্ত আছে।

প্রথম শর্ত হলে খরগোশ টা কি ৮০% ঘাস পাচ্ছে কিনা?

যদি না পায় সেক্ষেত্রে ভুষি বা কলমি দিলে লাভের চেয়ে উলটা ক্ষতি হবে।

কারণ ওদের হজম শক্তি তখন আরো দূর্বল থাকবে।

এবার যারা ৮০% ঘাস দেন।

তারা প্রতিদিন বিশেষ করে এই গরমের সময় ২০% কলমি শাক ঘাসের সাথে মিশিয়ে দিবেন।

অর্থাৎ যদি ১০০ গ্রাম ঘাস দেন তাহলে ২০ গ্রাম কলমি দিন।

তারপর ভুষি তে কি করবেন?

সপ্তাহে দুইদিন ৮০% ঘাস দিলে মাত্র আবারো বলছি বলছি মাত্র ৫% ভুষি দিবেন।

৫% মানে ৫%।

নোটঃ খরগোশ কে কলমি বা ভুষি দিতে হলে অবশ্যই খরগোশের বয়স ৬ মাসের উপরে হতে হবে। কারণ ৬ মাস বয়সের নিচের খরগোশ কে ঘাস,পানি আর জুনিয়র পেলেটস ছাড়া আর কিছুই খেতে দেওয়া যাবেনা।

নোট ২ঃ যারা খরগোশ কে দৈনিক ৫% পেলেটস দিচ্ছেন তারা ভুষি খাওয়াবেন না।

সঠিক টা জানুন,সঠিক খাদ্য তালিকা মেনে চলুন।

ভাল থাকুন,ভাল রাখুন।

ধন্যবাদ।

Rabbit welfare society of Bangladesh (RWSB)

Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd

Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh

Cat welfare society of Bangladesh (CWSB)

Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd

Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *