বিড়ালের ফাংগাল ইনফেকশন
বিড়ালের লোম পড়া স্বাভাবিক হওয়ার সত্বেও দেখা যায় বিড়ালের পুরো শরীর থেকে নয় বরং কিছু নির্দিষ্ট জায়গা থেকে লোম পড়ছে এবং সেখানে চামড়া ও খুশকির মত দেখা যাচ্ছে। প্রথমে সেটা শরীরের এক জায়গায় হলেও আসতে আসতে সেটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে। একেই ফাংগাল ইনফেকশন বলে।
এই ফাংগাল ইনফেকশন একেবারেই কোনো কিটের দ্বারা হয় না। তবে এটা ছত্রাক যা —
ত্বক, লোম এবং নখকে সংক্রমিত করে।
এটা ছোঁয়াচে রোগ। এই লক্ষণ কোনো এক বিড়ালের দেখা দিলে ঘরের অন্য বিড়ালদের সংক্রমিত বিড়াল থেকে সরিয়ে ফেলতে হবে। এবং মানুষ সংক্রামিত বিড়ালের ওই অংশ ধরলে তাদেরও উচিত ভালো ভাবে হাত ধুয়ে ফেলা।
ফাংগাল ইনফেকশন কোথায় বেশি দেখা যায়? — নখে, পায়ে, কানের চিপায়, ঘাড়ে, পিটে , পেটে। বিশেষ ভাবে কেউ যদি বিড়ালকে সব সময় গলায় বেল্ট পড়ায় রাখে সে ক্ষেত্রে সে বিড়াল সংক্রামিত হলে গলায় সংক্রমণ বেশি দেখা দিতে পারে।
লক্ষণ এবং এই ইনফেকশনের ফলে যা যা হয়:-
১.প্রথমে সংক্রামক স্থানে ছোট লাল গোটার মত হয় এবং সেখানে চুলকায়। পরের আক্রান্ত স্থানে বাদামি আইশের মত হয়। স্থানটি বৃত্তাকার আকারে বড় হতে থাকে। এটি দেখতে অনেকটা চাকার মত যার কিনারা উচু হয়। আসতে আসতে ক্ষত স্থান থেকে চামড়া উঠতে থাকে। কখনও পানি ভর্তি দানা ও পুঁজ ভর্তি দানা হয়। মাথায় ফাংগাল সমস্যা দেখা দিলে সব লোম পরে যায়।
২ হাচি দেয়।
৩. কাশি দেয়।
৪ নাক ভিজা থাকে।
৫ গায়ে জ্বর বায়
৬ ডায়রিয়া৭ শ্বাস নিতে কষ্ট।
৮ ডিপ্রেশনে ভুগা।
৯ চোখের কম দেখা।
১০ খাবারে অনীহা
১১ ওজন কমে যাওয়া
১২ অ্যানেমিয়া
১৩ lung infection১৪ bladder infection
১৫ প্যারালাইসিস ইত্যাদি
চিকিৎসা — উপরোক্ত লক্ষন দেখা দিলে পশু ডক্টরের সরণাপন্ন হওয়ার বিশেষ অনুরোধ করা হলো। এ ছাড়া আক্রান্ত স্থান অল্প হলে ভায়োডিন দিয়ে আক্রান্ত স্থানপরিষ্কার করে সেখানে নেভালোন ক্রীম দিয়ে দিলে চলে যায়। কিন্তু আক্রান্ত স্থান বড় হলে সাথে সাথে ভেটের সরণাপন্ন হবেন।সে সাথে শরীর নিয়মিত পর্যবেক্ষণ করবেন । শরীরের কোথাও অ্যাবনরমাল দেখা দিলেই ভেটকে সেটা জানাবেন।আক্রান্ত বিড়াল থেকে অবশ্যই অন্য বিড়ালদের সরিয়ে নিবেন সে সাথে ওদেরও সারা শরীরে চেক করবেন।ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।ফাংগাল ইনফেকশন এর সমস্যা হলে ভেটের পরামর্শ অনুযায়ী চললেই সেটা অতি দ্রুত সেরে যায়। তাই অবশ্যই ভেটের পরামর্শ নিবেন।
Faisa musarrat
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ-
Cat Welfare Society Of Bangladesh
facebook link :- https://www.facebook.com/groups/catwsbd
facebook link :- https://www.facebook.com/groups/crwbd
facebook link :- https://www.facebook.com/groups/catwsb