প্যারালাইজড বিড়ালের সকল প্রকার যত্ন
ঘরে স্পেশ্যাল বাচ্চা থাকলে স্বাভাবিক ভাবেই আলাদা ভাবে যত্ন নিতে হয়। সামান্য বেশি খাতিরেই এই অসহায় বাচ্চারা সুন্দর জীবন পায়। রাস্তায় ছেড়ে দিলে বা থাকলে এরা নিজে থেকে খেয়ে বেচে বেশি দিন টিকতে পারে না।
যাদের ঘরে এমন বিড়াল থাকে ( পি/পটি তে কোনো কন্ট্রোল নেই) তারা ওদের পি পটি নিয়েই সবচেয়ে বেশি ঝামেলায় পরে। তাই বিড়ালদের জিরো সাইজের ডাইপার পরিয়ে রাখতে পারে। কিন্তু সেটায় খরচ বেশি পরায় সবার পক্ষে সম্ভব হয় না। তারা চাইলে DIY এর মাধ্যমে প্যান্ট বানাতে পারেন।যেমন – ছোটো বাচ্চাদের প্যান্টি (জিরো সাইজ) কিনে মাজার মাপে সেলাই করে টিস্যু বা কটন দিয়ে রাখতে পারেন।এবং নোংরা হলেই সেটা পরিষ্কার করে দিবেন। বেশিক্ষণ ভিজা থাকলে পায়ের চিপায় বা পি পটির রাস্তা ছিলে যেতে পারে।
খাবার – https://www.facebook.com/106190155175499/posts/118073157320532/
শীতকালের ঠাণ্ডা লাগতে দেওয়া যাবে না। কিন্তু সে জন্য সব সময় কাপড়ও পরিয়ে রাখতে হবে না। এতে ওরা অস্বস্থি বোধ করে।
সময় মতো ডিওয়ার্মিং করিয়ে নিতে হবে মাস্ট।
ভ্যাক্সিনেশন অবশ্যই করিয়ে রাখবে। সব সময় ডাইপার / প্যান্টি পরিয়ে রাখলে ঠাণ্ডা লাগার চান্স এমনিতেই বেড়ে যায় তাই চেষ্টা করবেন সঠিক সময়ে ভ্যাকসিন দিয়ে রাখার এতে করে ওদের রোগ- প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
সব সময় বাড়তি যত্ন ও নজরদারিতে রাখার চেষ্টা করবেন।
শীতকালে ওয়ার্ম জায়গায় রাখুন। প্রয়োজনে গরম পানির ব্যাগ নয়তো একটা বোতলে গরম পানি নিয়ে ওর সাথে রাখুন।
এইসব বাচ্চাদের স্পে / নিউটার করানো দরকার পরে না। তাও ভেটের সাথে কথা সঠিক পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন।
বিভিন্ন পেইজে প্যারালাইজড বিড়ালের জন্য অ্যাকুপাংচার পাওয়া যায় যার সাহায্যে ওরা হাঁটতে পারবে। সেটা চাইলে কিনতে পারেন। মাঝে মাঝে সেটা দিয়ে হাটালেন
পরিশেষে, কিছু ভেটদের নাম্বার অবশ্যই সংরক্ষিত রাখবেন। যেনো কোনো দরকারে তাদের পান। খাওয়া বন্ধ, ঝিমালে, বমি করলে, পাতলা পটি, পটির সাথে রক্ত যেকোনো অস্বাভাবিকতা দেখলেই তাদের সরণাপন্ন হওয়ার অনুরোধ রইলো।এইসব বাচ্চাদের পালা মোটেও কষ্টের নয়। মানুষ হিসেবে আমরা চাইলেই সব করতে পারি। এমনকী একটা অসহায় প্রাণীকে সেবা করতেও আমাদের দ্বিধা বোধ করার কিচ্ছু নেই। যারা স্পেশাল বাচ্চাদের ওউনার তাদের কাছে একটাই অনুরোধ কখনো ধর্য্য হারা হবেন না। হয়তো উপরওয়ালা ওদের যত্নের মাধ্যমেই আপনাদের ধর্য্য পরীক্ষা নিচ্ছে।
Faisa musarrat
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ-
Cat Welfare Society Of Bangladesh
facebook link :- https://www.facebook.com/groups/catwsbd
facebook link :- https://www.facebook.com/groups/crwbd
facebook link :- https://www.facebook.com/groups/catwsb