Posted on

খরগোশের গ্রীষ্মকালীন যত্ন

🐰🌼 𝙎𝙐𝙈𝙈𝙀𝙍 𝘾𝘼𝙍𝙀 𝙊𝙁 𝙍𝘼𝘽𝘽𝙄𝙏 🌼🐰

🐰🌼খরগোশের গ্রীষ্মকালীন যত্ন🌼🐰

শীতকালের মতো গ্রীষ্মকালেও rabbit এর একটু আলাদা রকম যত্ন নিতে হয়।

খরগোশ সাধারণত ১৫ ডিগ্রি-২৫ ডিগ্রি(59°F-77°F) (approximate) পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। তাই খরগোশটিকে সঠিক যত্নে না রাখা হলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই কোনো খারাপ পরিনতি ঘটার আগেই আমাদের সকলের সতর্ক থাকা উচিত যাতে কোনোপ্রকার দুর্ঘটনা না ঘটতে পারে। তাই কিছু সাধারন নিয়ম মেনে চললেই অনেকক্ষেত্রে আমরা এই সমস্যা প্রতিরোধ করতে পারি।

মনে রাখবেন, ” 𝙋𝙧𝙚𝙫𝙚𝙣𝙩𝙞𝙤𝙣 𝙞𝙨 𝙗𝙚𝙩𝙩𝙚𝙧 𝙩𝙝𝙖𝙣 𝙘𝙪𝙧𝙚..! “✨

খরগোশের শরীরের উপর একটা মোটা fur এর coating থাকে। তারা মানুষের মতো ঘাম নিঃসরণ করতেও পারেনা। তাই গরমে, বিশেষত দুপুর বেলা বাইরের তাপমাত্রা বৃদ্ধি পেলে rabbit কে comfortable রাখার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে যাতে rabbit টি হিট স্ট্রোক এর মতো মারাত্মক সমস্যার সম্মুখীন না হয়!

১.সবসময় rabbit কে অপেক্ষাকৃত শীতল জায়গায় রাখতে হবে। কোনোভাবেই ঘরের বাইরে হাল্কা বা কড়া রোদে দীর্ঘক্ষণ বা কিছুক্ষণ কোনোভাবেই রাখা যাবে না। সম্ভব হলে নির্দিষ্ট টেম্পারেচার মেনে রুম air conditioned রাখতে হবে। AC না থাকলে নরমাল ফ্যান ছেড়ে রাখতে হবে সবসময়, তবে হাওয়া যেনো সরাসরি না লাগে rabbit এর। অর্থাৎ room এর আবহাওয়া সবসময় ঠান্ডা রাখতে হবে।

২. এই সময় rabbit রা, বিশেষত দুপুর বেলায় টেবিল, খাট বা আলমারি ইত্যাদির নীচে থাকার বেশি প্রবনতা দেখায়। তাই এই জায়গাগুলো পরিস্কার রাখতে হবে ।

৩. Rabbit এর বসে থাকার জায়গা এবং আশপাশ ঠান্ডা জল দিয়ে বারবার মুছে দিতে হবে ।

৪. সম্ভব হলে জলের বোতল ফ্রিজে রেখে জল বরফে পরিনত করে বোতল টি তোয়ালে কিংবা সুতির কাপড় মুড়িয়ে অথবা এটা সম্ভব না হলে ঠান্ডা জলের বোতল খরগোশের কাছে দিয়ে রাখতে হবে দিনের বেলা।

৫. বিশেষ করে দিনের বেলা ১-২ বার পাতলা সুতির কাপড় জলে ভিজিয়ে নিংড়ে তা দিয়ে rabbit এর শরীর ও কান মুছে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কানে যেন কোনোভাবে জল না যায়।

৬. একটি স্প্রে বোতলে কিছু পরিমান ঠান্ডা জল নিয়ে তা মাঝেমধ্যে খরগোশের শরীর, কানের উপরের অংশ ( সতর্কতা বজায় রাখতে হবে যাতে কানের ভিতর কোনোভাবে জল না যায়) এবং rabbit এর বসে থাকার জায়গা ও তার আশেপাশে হাল্কা করে জল স্প্রে করা যেতে পারে।

৭. ফ্রেশ এবং ঠান্ডা পানীয় জল সবসময় খরগোশের কাছে দিয়ে রাখবেন। প্রয়োজন পরলে পানীয় জল বারবার পরিবর্তন করতে হবে।

৮.সঠিক এবং পর্যাপ্ত ডায়েট দিতে হবে। ডায়েট ঠিক থাকলে খরগোশ পর্যাপ্ত পরিমাণ জল পান করবে।

৯. বিশেষ করে বড়ো লোমযুক্ত খরগোশের লোম অতি সাবধানে ট্রিম করে ছোট করে দেওয়া যেতে পারে।

১০. খরগোশকে নরমাল মেঝেতেই বসতে দিন। কোনোপ্রকার কিছু পেতে দেওয়ার দরকার নেই বসার জন্য।

এইসময় দিনের বেলায় খরগোশের activities এবং খাওয়াদাওয়া কমে যাওয়া স্বাভাবিক। তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। রাতে সবকিছু নরমাল হয়ে যাবে যদি সঠিক যত্ন নেওয়া হয়।

❌❌তবে কখনোই ভুল করে সাবান শ্যাম্পু দিয়ে খরগোশকে স্নান করাবেন না। এতে হিতে বিপরীত হওয়া মারাত্মক ফল আপনারা আশা করি সকলেই জানেন বা বুঝতে পারছেন। ❌❌

যদি কোনো রকম সমস্যা হতে দেখেন আপনার খরগোশের, তাহলে তক্ষুনি আমাদের admin/ expert panel কে contact করবেন।

🚨আমাদের গ্রুপ অ্যাডমিন বা expert ব্যতীত অন্য কোনো ব্যাক্তির ভুল সাজেশনে বাচ্চার ক্ষতি হলে সেক্ষেত্রে 𝙍𝙖𝙗𝙗𝙞𝙩 𝙎𝙤𝙘𝙞𝙚𝙩𝙮 𝙤𝙛 𝙄𝙣𝙙𝙞𝙖 দায়ী থাকবে না। তাই এক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে 🚨

আশা করবো সকল rabbit এবং rabbit parents রা গরমকাল সুস্থ, স্বাভাবিকভাবে আনন্দের সাথে কাটাবেন।

🌼𝘼𝙡𝙡 𝙩𝙝𝙚 𝙫𝙚𝙧𝙮 𝙗𝙚𝙨𝙩…!! 🌼

𝙏𝙝𝙖𝙣𝙠 𝙮𝙤𝙪 ❤

Rabbit welfare society of Bangladesh (RWSB)

Facebook Public group :- https://www.facebook.com/groups/rwsbd

Facebook page :- https://www.facebook.com/rwsbangladesh

Cat welfare society of Bangladesh (CWSB)

Facebook Public group :- https://www.facebook.com/groups/cwsbd

Facebook page :- https://www.facebook.com/Cat-Welfare-Society-Of-Bangladesh-106190155175499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *